মধুপুর প্রতিনিধি
মধুপুরে গত ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া ১১ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন বলে জানা গেছে। সবচেয়ে কম ভোট পেয়েছেন মহিষমারা ইউপির এক প্রার্থী। তিনি পেয়েছেন মাত্র ৭৩ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মধুপুরের আট ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অরণখোলা ও ফুলবাগাচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় ছয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ছয় ইউপিতে ২৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও একটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন কুড়ালিয়া ইউপির মো. আব্দুল মান্নান (নৌকা), আউশনারা ইউপির মো. গোলাম মোস্তফা (নৌকা), শোলাকুড়ী ইউপির মো. ইয়াকুব আলী (নৌকা), বেরীবাইদ ইউপির মো. জুলহাস উদ্দিন (নৌকা) এবং কুড়াগাছা ইউপির মো. ফজলুল হক (নৌকা)। অপরদিকে মধুপুরের মহিষমারা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন মহির (আনারস) প্রতীক নিয়ে বিজয়মালা ছিনিয়ে নিয়েছেন।
যাঁরা পরাজিত হয়েছেন তাঁদের মধ্যে একজন বাদে বাকি ১০ জন চেয়ারম্যান প্রার্থী হাজারের অঙ্ক স্পর্শ করতে পারেননি। যাঁরা জামানত হারাচ্ছেন তাঁদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কুড়াগাছা ইউপির শাহ মো. আব্দুস ছালাম। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ১২১। অপরদিকে সবচেয়ে কম ভোট পেয়েছেন মহিষমারা ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৩ ভোট।
কুড়াগাছা ইউপিতে পাঁচজন প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন শাহ মো. আব্দুস সালাম ও মো. সুমন মিয়া। তাঁরা যথাক্রমে মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ১২১ ও ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮০৫ ভোট।
এ ছাড়া শোলাকুড়ী ইউপির ছয় প্রার্থীর মধ্যে চারজনই জামানত হারাচ্ছেন। তাঁদের মধ্যে একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের প্রার্থী শাওন রোগা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৪ ভোট। অন্যরা তাঁর চেয়েও কম ভোট পেয়েছেন। আব্দুল্লাহ রায়হান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট, আব্দুল জলিল আনারস প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট, মো. ইলিয়াস কাঞ্চন বিদ্যুৎ চশমা প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট।
কুড়ালিয়া ইউপির তিনজন প্রার্থীর মধ্যে মো. ফরহাদ হোসাইন হাতপাখা প্রতীকে ৫১৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আউশনারা ইউপির পাঁচজন প্রার্থীর মধ্যে মো. আলী আকবর ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১৫ ভোট ও মো. রিপন হোসেন মোটরসাইকেল মার্কা নিয়ে পেয়েছেন ২১৬ ভোট। তাঁরা উভয়েই জামানত হারাচ্ছেন বলে জানা গেছে। মহিষমারা ইউপিতে চারজন প্রার্থীর মধ্যে মো. গোলাম মোস্তফা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৬ ও মো. কামরুজ্জামান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৩ ভোট। তাঁরা দুজনেই জামানত হারাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী জানান, নির্বাচন বিধিমালা অনুসারে কাস্টিং ভোটের আটের এক ভাগের কম ভোট পেলে তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
মধুপুরে গত ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া ১১ জন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাচ্ছেন বলে জানা গেছে। সবচেয়ে কম ভোট পেয়েছেন মহিষমারা ইউপির এক প্রার্থী। তিনি পেয়েছেন মাত্র ৭৩ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মধুপুরের আট ইউপিতে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু অরণখোলা ও ফুলবাগাচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত হওয়ায় ছয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ছয় ইউপিতে ২৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও একটিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ীরা হলেন কুড়ালিয়া ইউপির মো. আব্দুল মান্নান (নৌকা), আউশনারা ইউপির মো. গোলাম মোস্তফা (নৌকা), শোলাকুড়ী ইউপির মো. ইয়াকুব আলী (নৌকা), বেরীবাইদ ইউপির মো. জুলহাস উদ্দিন (নৌকা) এবং কুড়াগাছা ইউপির মো. ফজলুল হক (নৌকা)। অপরদিকে মধুপুরের মহিষমারা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মহিউদ্দিন মহির (আনারস) প্রতীক নিয়ে বিজয়মালা ছিনিয়ে নিয়েছেন।
যাঁরা পরাজিত হয়েছেন তাঁদের মধ্যে একজন বাদে বাকি ১০ জন চেয়ারম্যান প্রার্থী হাজারের অঙ্ক স্পর্শ করতে পারেননি। যাঁরা জামানত হারাচ্ছেন তাঁদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কুড়াগাছা ইউপির শাহ মো. আব্দুস ছালাম। তাঁর প্রাপ্ত ভোট ১ হাজার ১২১। অপরদিকে সবচেয়ে কম ভোট পেয়েছেন মহিষমারা ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৩ ভোট।
কুড়াগাছা ইউপিতে পাঁচজন প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন শাহ মো. আব্দুস সালাম ও মো. সুমন মিয়া। তাঁরা যথাক্রমে মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ১২১ ও ঘোড়া প্রতীকে পেয়েছেন ৮০৫ ভোট।
এ ছাড়া শোলাকুড়ী ইউপির ছয় প্রার্থীর মধ্যে চারজনই জামানত হারাচ্ছেন। তাঁদের মধ্যে একমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের প্রার্থী শাওন রোগা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৪ ভোট। অন্যরা তাঁর চেয়েও কম ভোট পেয়েছেন। আব্দুল্লাহ রায়হান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট, আব্দুল জলিল আনারস প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট, মো. ইলিয়াস কাঞ্চন বিদ্যুৎ চশমা প্রতীকে পেয়েছেন ১৬৫ ভোট।
কুড়ালিয়া ইউপির তিনজন প্রার্থীর মধ্যে মো. ফরহাদ হোসাইন হাতপাখা প্রতীকে ৫১৭ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন। আউশনারা ইউপির পাঁচজন প্রার্থীর মধ্যে মো. আলী আকবর ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫১৫ ভোট ও মো. রিপন হোসেন মোটরসাইকেল মার্কা নিয়ে পেয়েছেন ২১৬ ভোট। তাঁরা উভয়েই জামানত হারাচ্ছেন বলে জানা গেছে। মহিষমারা ইউপিতে চারজন প্রার্থীর মধ্যে মো. গোলাম মোস্তফা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৬ ও মো. কামরুজ্জামান চশমা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৩ ভোট। তাঁরা দুজনেই জামানত হারাচ্ছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী জানান, নির্বাচন বিধিমালা অনুসারে কাস্টিং ভোটের আটের এক ভাগের কম ভোট পেলে তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪