বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
‘রাইত ১০টার সময়ও কইছি, টাহা যায় যাউক, হাতর (সাঁতার) জানো না। বাবা, ওগো লগে তোর পিকনিকে যাওন লাগবে না, মুই তোরে বাসায় কাইল ভালো রাইন্দা খাওয়ামু। যাওনের সোমায় ছারেগো কইছি, ছার, মোর পোলায় কৈলোম হাতর জানে না, ওরে গাঙ্গে নামাইবেন না। মোর পোলারে ওরা গাঙ্গে ভাসাইয়া দেছে, ও বাবা, মোর সূর্য, তুই কোম্মে ঘুমাইলি বাবা...’ বুক চাপড়ে বিলাপ করছিলেন উমা ঘোষ। বরগুনা কলেজ-সংলগ্ন ডিকেপি সড়কের পীযূষ ঘোষের বাড়িতে তখন মাতম, স্বজনদের আহাজারিতে গোটা এলাকার পরিবেশ ভারী।
বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে হরিণঘাটা পর্যটনকেন্দ্রসংলগ্ন লালদিয়ার চর এলাকায় জেলেদের জালে লাশ উঠে আসে। সূর্য ঘোষ (১৩) নামের ওই স্কুলছাত্র গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নিখোঁজ হয়। লাশ উদ্ধার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরিণঘাটা এলাকার মাছধরা নৌকার জেলেরা মাছ শিকারে গিয়ে ভাসমান লাশ দেখতে পায়। পরে মাছ শিকার বন্ধ রেখে তাঁরা ওই লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
সূর্য ঘোষ বরগুনা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পীযূষ ঘোষের ছেলে। সে সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার স্কুল থেকে অন্য সহপাঠীদের সঙ্গে হরিণঘাটা পর্যটনকেন্দ্রে বনভোজনে এসেছিল সে।
সূর্যের মা উমা ঘোষ বলেন, ‘আমার পোলায় হাতর জানে না, হেইয়ার লইগ্যা আমি ওরে পিকনিকে পাঠাইতে চাই নাই। ওরা (শিক্ষকেরা) আমারে কইছে, কিছছু হবে না, আমরা তো আছি। আমার যে ডরডা লাগছিল, হেইয়াই সত্য অইছে, আমার পোলাডারে পিকনিকে নিয়া ওরা আর কোলে ফিরাইয়া দেয় নাই।’
সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বরগুনা থেকে লঞ্চে করে তাঁর কলেজের শিক্ষার্থীরা পাথরঘাটার হরিণঘাটা পর্যটনকেন্দ্রে আসে। কেন্দ্রের লালদিয়ার চর এলাকায় রান্নাবান্নার কাজ চলে। শিক্ষার্থীরা দল বেঁধে কেন্দ্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। অন্যদিকে সূর্য ঘোষসহ কয়েক ছাত্র ফুটবল খেলে। খেলার পর তারা নদীতে গোসল করতে নামে। তীরে উঠে আসার পর সূর্য ঘোষ নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারে তারা। গোসল করতে গিয়ে কখন সে স্রোতের মধ্যে হারিয়েছে, তা সবার অজানা।
বৃহস্পতিবার রাতে সূর্য ঘোষের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। তিনি বলেন, ‘পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
‘রাইত ১০টার সময়ও কইছি, টাহা যায় যাউক, হাতর (সাঁতার) জানো না। বাবা, ওগো লগে তোর পিকনিকে যাওন লাগবে না, মুই তোরে বাসায় কাইল ভালো রাইন্দা খাওয়ামু। যাওনের সোমায় ছারেগো কইছি, ছার, মোর পোলায় কৈলোম হাতর জানে না, ওরে গাঙ্গে নামাইবেন না। মোর পোলারে ওরা গাঙ্গে ভাসাইয়া দেছে, ও বাবা, মোর সূর্য, তুই কোম্মে ঘুমাইলি বাবা...’ বুক চাপড়ে বিলাপ করছিলেন উমা ঘোষ। বরগুনা কলেজ-সংলগ্ন ডিকেপি সড়কের পীযূষ ঘোষের বাড়িতে তখন মাতম, স্বজনদের আহাজারিতে গোটা এলাকার পরিবেশ ভারী।
বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে হরিণঘাটা পর্যটনকেন্দ্রসংলগ্ন লালদিয়ার চর এলাকায় জেলেদের জালে লাশ উঠে আসে। সূর্য ঘোষ (১৩) নামের ওই স্কুলছাত্র গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নিখোঁজ হয়। লাশ উদ্ধার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হরিণঘাটা এলাকার মাছধরা নৌকার জেলেরা মাছ শিকারে গিয়ে ভাসমান লাশ দেখতে পায়। পরে মাছ শিকার বন্ধ রেখে তাঁরা ওই লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
সূর্য ঘোষ বরগুনা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পীযূষ ঘোষের ছেলে। সে সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার স্কুল থেকে অন্য সহপাঠীদের সঙ্গে হরিণঘাটা পর্যটনকেন্দ্রে বনভোজনে এসেছিল সে।
সূর্যের মা উমা ঘোষ বলেন, ‘আমার পোলায় হাতর জানে না, হেইয়ার লইগ্যা আমি ওরে পিকনিকে পাঠাইতে চাই নাই। ওরা (শিক্ষকেরা) আমারে কইছে, কিছছু হবে না, আমরা তো আছি। আমার যে ডরডা লাগছিল, হেইয়াই সত্য অইছে, আমার পোলাডারে পিকনিকে নিয়া ওরা আর কোলে ফিরাইয়া দেয় নাই।’
সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, বরগুনা থেকে লঞ্চে করে তাঁর কলেজের শিক্ষার্থীরা পাথরঘাটার হরিণঘাটা পর্যটনকেন্দ্রে আসে। কেন্দ্রের লালদিয়ার চর এলাকায় রান্নাবান্নার কাজ চলে। শিক্ষার্থীরা দল বেঁধে কেন্দ্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। অন্যদিকে সূর্য ঘোষসহ কয়েক ছাত্র ফুটবল খেলে। খেলার পর তারা নদীতে গোসল করতে নামে। তীরে উঠে আসার পর সূর্য ঘোষ নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারে তারা। গোসল করতে গিয়ে কখন সে স্রোতের মধ্যে হারিয়েছে, তা সবার অজানা।
বৃহস্পতিবার রাতে সূর্য ঘোষের বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক। তিনি বলেন, ‘পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫