Ajker Patrika

ফসলের সঙ্গে শত্রুতা

শালিখা (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৩: ২২
Thumbnail image

মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের কৃষকের সাড়ে তিন বিঘা জমির ধান ঘাস মারা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

সরেজমিন জানা যায়, উপজেলার সাবলাট গ্রামে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। একটা দলের নেতৃত্ব দেন আইয়ুব হোসেন (বিডিআর) ও আরেক দলের নেতৃত্ব দেন (মোহাব্বত-ছবেদ মোল্যা)। সামাজিক দলাদলি নিয়ে তিন মাস আগে প্রতিপক্ষের হামলায় নিহত হন শরিফুল ইসলাম। আরও জানা যায়, সাবলাট গ্রামের কৃষক জিহাদ আলীর দেড় বিঘা জমির ধান, মতিয়ার রহমানের ১ বিঘা জমির ধান, হালিমের ২ বিঘা জমির ধান ঘাস মারা কীটনাশক দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক জিহাদ আলী বলেন, আমি অনেক কষ্ট করে ও ঋণগ্রস্ত হয়ে মাঠে দেড় বিঘা জমিতে ধান চাষ করেছি। দুর্বৃত্তরা আমার সব ধান পুড়িয়ে দিল আমি এখন সংসার চালাব কি করে, আর ঋণ পরিশোধ কীভাবে। আরও বলেন গত বুধবার রাতে আমার জমিতে সেচ দিয়ে অন্যের জমিতে পানি ছেড়ে দিয়ে মেশিন ঘরে বসে আছি দেখি সাবলাট গ্রামের বিডিআরের দলের লোকজন লিয়াকত, মোশারেফ, খোকন, ইমন, তাহের বিশ্বাস, জাকের, শহর, রিংকু, আরজ আলী, বক্কার সহ ১০-১২ জন ধানে স্প্রে করছে, আমি এগিয়ে গেলে তাঁরা পালিয়ে যান।

ক্ষতিগ্রস্ত কৃষক মতিয়ার রহমান ও হালিম বলেন, শরিফুল হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের পরিবারের সদস্যরা আমাদের জমির ধান পুড়িয়ে দিয়েছে। আরও অভিযোগ করেন দুর্বৃত্তরা আইয়ুব হোসেনের (বিডিআর) নির্দেশে তাঁর লোকজন আমাদের জমির ধান খেত পুড়িয়েছে। আরও বলেন মানুষের সঙ্গে মানুষের শত্রুতা, ফসলের সঙ্গে মানুষের কিসের শত্রুতা। আমরা এই ন্যাক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছেন তাঁদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দীন মণ্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে গিয়ে দেখব।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি, এখনো লিখিত অভিযোগ পাইনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত