Ajker Patrika

ময়লা ফেলে স্মৃতিসৌধ ও পুকুর ভরাট, পরে দখল

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ২৩
ময়লা ফেলে স্মৃতিসৌধ ও  পুকুর ভরাট, পরে দখল

শ্যামগঞ্জ-গৌরীপুর সড়কের পাশে শহীদ সুধীর বড়ুয়া স্মৃতিসৌধসহ সরকারি পুকুর ও খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে। এখন মাঠ ও পুকুর দেখে বোঝার উপায় নেই এক সময় পুকুরে স্বচ্ছ জল ছিল ও মাঠে চলতো নিয়মিত ফুটবল খেলা। কতিপয় লোকজন কৌশলে ময়লা ও মাটি ফেলে ধীরে ধীরে দখল করছে এসব।

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পাশে দুই জেলা ও তিন উপজেলার সীমান্তবর্তী বাণিজ্যিক শহর শ্যামগঞ্জ বাজার। একদিকে ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা, অন্যদিকে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা। ভৌগোলিকভাবে শ্যামগঞ্জ বাজারটি নানান কারণেই গুরুত্বপূর্ণ। যে কারণে এখানে জমির দাম আকাশচুম্বী।

স্থানীয় কিছু সংগঠন ও সচেতন নাগরিকেরা প্রতিবাদ, স্মারকলিপি ও মানববন্ধন করলেও দখলদার প্রভাবশালীদের কানে তা পৌঁছায়নি কখনো। ময়লা ফেলে প্রতিনিয়ত অবমাননা করা হচ্ছে স্মৃতিসৌধকে। স্থানীয় বাসিন্দারা বলেন, পুকুর ও খেলার মাঠে মাটি ও ময়লা ভরাট করে দখলের পাঁয়তারা করছে একটি প্রভাবশালী গ্রুপ।

শ্যামগঞ্জ বাজারের বাসিন্দা অর্ণব সরকার বলেন, মুক্তিযুদ্ধের শহীদের প্রতি এমন অবমাননা মেনে নেওয়া যায় না। কতিপয় ভূমি দস্যু পরিকল্পিতভাবে স্মৃতিসৌধ, রেলের সরকারি পুকুর ও খেলার মাঠ দখল করছে। শুধু তাই নয় শ্যামগঞ্জ থেকে মোহনগঞ্জ ও জারিয়া রেললাইনের পাশের শত শত একর জমি দখল হয়ে গেছে ইতিমধ্যে।

শ্যামগঞ্জ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক হারুন আল বারি বলেন, দেখে বোঝার উপায় নেই এটি একটি শহীদ মিনার। পুকুরটি ভরাট আর খেলার মাঠটি দিন দিন দখল হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। মানববন্ধন করা হয়েছে। কিন্তু প্রশাসনের কোনো ব্যবস্থা নেয়নি।

ময়মনসিংহ রেলওয়ের সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, রেলওয়ের পুকুর ভরাট ও মাঠ দখলের বিষয়টি আমি জানি না। শিগগিরই খোঁজ খবর নেব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত