Ajker Patrika

সখীপুর ও ঘাটাইল পেল নতুন ইউএনও

সখীপুর ও ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৯: ৩৪
সখীপুর ও ঘাটাইল পেল নতুন ইউএনও

সখীপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আলম। গত বোববার সন্ধ্যায় তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) উপব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সন্ধ্যায় বিদায়ী ইউএনও চিত্রা শিকারী নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারজানা আলমের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। ফারজানা আলম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া ইউনিভার্সিটি অব মেলবোর্ন থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন তিনি।

এদিকে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মুনিয়া চৌধুরী। তিনি মো. সোহাগ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। ছয় মাস আগে যোগদান করেছিলেন সোহাগ হোসেন। মুনিয়া চৌধুরী ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকরিতে যোগদান করেন।

গত রোববার সন্ধ্যায় তিনি বিদায়ী ইউএনও মো. সোহাগ হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত