Ajker Patrika

নিড ব্লাইন্ড শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েল

মুসাররাত আবির
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১০: ০৩
নিড ব্লাইন্ড শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েল

আইভি লিগের আটটি বিশ্ববিদ্যালয়ের একটি ইয়েল ইউনিভার্সিটি। এটি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত আমেরিকার তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম ইয়েল ইউনিভার্সিটি। বিশ্বের প্রায় ১২০টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন।

তবে এখানে ভর্তি হওয়ার লড়াইটা বেশ কঠিন হয়। কারণ ইয়েলে মাত্র ৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হয়; অর্থাৎ প্রতি ১০০ জনের ৯৪ জনই বাছাই তালিকা থেকে বাদ পড়ে যান। বিস্তারিত জানিয়েছেন ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থী নাওয়াল নাজ তারেক।

প্রস্তুতি

আপনি যে বছর আবেদন করতে চান, ভালো হয় সেই বছরের মার্চেই স্যাট দিয়ে ফেলা। চেষ্টা করবেন আপনার স্কোর যাতে ১৫০০-এর ওপরে হয়। বছরের শুরু থেকেই আপনার ইংরেজির দক্ষতা ঝালাই করে নিতে হবে। সেপ্টেম্বরেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। পাশাপাশি স্কুলজীবনেই বিভিন্ন ধরনের সহশিক্ষাকার্যক্রমে জড়িত থাকা দরকার।

বন্ধুত্বপূর্ণ ক্যাম্পাস

বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাঁদের সহায়তায় আছে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড স্কলারস’। এখানে ভিসা প্রসেসিং, থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রয়োজনীয় খরচ, স্বাস্থ্যসেবা, যাতায়াত ইত্যাদি সম্পর্কিত তথ্য পাওয়া যায়।

ইয়েলে শুধু পড়াশোনাই নয়, সহশিক্ষা কার্যক্রমের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়। এখানে পড়ার ফলে আপনি সেই দেশের রাজনীতি, সংস্কৃতি, আচার-আচরণ, রীতিনীতি সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি বিশ্ব সংস্কৃতি সম্পর্কে আপনার এক অন্য রকম দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • স্যাট স্কোর
  • দুজন শিক্ষকের রিকমেনডেশন লেটার এবং একজন কাউন্সিলর লেটার
  • ৯ম-১০ম শ্রেণির একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • অ্যাপ্লিকেশন ফি (৮০ ডলার)
  • কমন অ্যাপ্লিকেশন
  • ওয়েবসাইটে উল্লিখিত রচনা

শিক্ষকদের রিকমেনডেশনের ক্ষেত্রে এমন শিক্ষকদের সঙ্গে কথা বলুন, যাঁরা আপনাকে ভালোভাবে চেনেন।

আপনার উচ্চমাধ্যমিকের ফলাফল আবেদনপত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। প্রতিটি বিষয়েই এ প্লাস থাকা জরুরি ৷ এখানে যাঁরা ভর্তি হন, তাঁদের সবারই স্যাট স্কোর কমপক্ষে ১৫০০ থাকেই।

উল্লেখ্য, কমন অ্যাপ্লিকেশনটিতে এমন একটি ব্যক্তিগত রচনা লিখতে হবে, যা আপনি যুক্তরাষ্ট্রের যত জায়গায় আবেদন করবেন সব জায়গায় জমা দেওয়া হবে। রচনাটি সর্বোচ্চ ৬৫০ শব্দের হতে হবে। এতে করে কর্তৃপক্ষ আপনার জীবন সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে।

ব্যক্তিগত রচনা ছাড়াও ইয়েল সম্পর্কে একটি নির্দিষ্ট রচনা লিখতে হবে। প্রশ্নগুলো বছরভেদে পরিবর্তিত হয়, তবে ঘুরেফিরে আপনাকে এসব প্রশ্নেরই উত্তর লিখতে হবে:

ইয়েলের কোন বিষয় আপনাকে আবেদন করতে উৎসাহিত করেছে?

কোন বিষয় নিয়ে আপনার কাজ করতে বা কথা বলতে ভালো লাগে?

ধরা যাক আপনি ইয়েলে একটা কোর্স পড়াচ্ছেন। সেটা কোন বিষয়ের ওপর হবে?

টিউশন ফি

ইয়েলে স্নাতক করতে হলে প্রতিবছর আপনাকে গুনতে হবে প্রায় ৫৭ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। এটা শুধুই টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ এর অন্তর্ভুক্ত নয়।

বৃত্তি

যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুই ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। স্কলারশিপ ও ফিন্যান্সিয়াল এইড। স্কলারশিপ মূলত তাদের নাগরিকদেরই দেওয়া হয় আর বাইরের শিক্ষার্থীদের জন্য থাকে ‘নিড-বেজড’ স্কলারশিপ। ইয়েলকে ‘নিড ব্লাইন্ড’ ইনস্টিটিউট বলা হয়, কারণ তারা কখনোই কারও আর্থিক অবস্থা দেখে শিক্ষার্থীর আবেদন গ্রহণ করে না।

এই ফিন্যান্সিয়াল এইড প্রোগ্রামে স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থী আবেদন করতে পারেন। এরপরও যাঁদের পরিবারের বার্ষিক আয় ৬৫ হাজার ডলারের কম, তাঁদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সে ক্ষেত্রে তাঁরা শতভাগ বৃত্তি পেয়ে থাকেন। এভাবে যাঁদের পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত, তাঁরাও কম-বেশি বৃত্তি পেয়ে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত