মুসাররাত আবির
আইভি লিগের আটটি বিশ্ববিদ্যালয়ের একটি ইয়েল ইউনিভার্সিটি। এটি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত আমেরিকার তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম ইয়েল ইউনিভার্সিটি। বিশ্বের প্রায় ১২০টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন।
তবে এখানে ভর্তি হওয়ার লড়াইটা বেশ কঠিন হয়। কারণ ইয়েলে মাত্র ৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হয়; অর্থাৎ প্রতি ১০০ জনের ৯৪ জনই বাছাই তালিকা থেকে বাদ পড়ে যান। বিস্তারিত জানিয়েছেন ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থী নাওয়াল নাজ তারেক।
প্রস্তুতি
আপনি যে বছর আবেদন করতে চান, ভালো হয় সেই বছরের মার্চেই স্যাট দিয়ে ফেলা। চেষ্টা করবেন আপনার স্কোর যাতে ১৫০০-এর ওপরে হয়। বছরের শুরু থেকেই আপনার ইংরেজির দক্ষতা ঝালাই করে নিতে হবে। সেপ্টেম্বরেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। পাশাপাশি স্কুলজীবনেই বিভিন্ন ধরনের সহশিক্ষাকার্যক্রমে জড়িত থাকা দরকার।
বন্ধুত্বপূর্ণ ক্যাম্পাস
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাঁদের সহায়তায় আছে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড স্কলারস’। এখানে ভিসা প্রসেসিং, থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রয়োজনীয় খরচ, স্বাস্থ্যসেবা, যাতায়াত ইত্যাদি সম্পর্কিত তথ্য পাওয়া যায়।
ইয়েলে শুধু পড়াশোনাই নয়, সহশিক্ষা কার্যক্রমের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়। এখানে পড়ার ফলে আপনি সেই দেশের রাজনীতি, সংস্কৃতি, আচার-আচরণ, রীতিনীতি সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি বিশ্ব সংস্কৃতি সম্পর্কে আপনার এক অন্য রকম দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষকদের রিকমেনডেশনের ক্ষেত্রে এমন শিক্ষকদের সঙ্গে কথা বলুন, যাঁরা আপনাকে ভালোভাবে চেনেন।
আপনার উচ্চমাধ্যমিকের ফলাফল আবেদনপত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। প্রতিটি বিষয়েই এ প্লাস থাকা জরুরি ৷ এখানে যাঁরা ভর্তি হন, তাঁদের সবারই স্যাট স্কোর কমপক্ষে ১৫০০ থাকেই।
উল্লেখ্য, কমন অ্যাপ্লিকেশনটিতে এমন একটি ব্যক্তিগত রচনা লিখতে হবে, যা আপনি যুক্তরাষ্ট্রের যত জায়গায় আবেদন করবেন সব জায়গায় জমা দেওয়া হবে। রচনাটি সর্বোচ্চ ৬৫০ শব্দের হতে হবে। এতে করে কর্তৃপক্ষ আপনার জীবন সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে।
ব্যক্তিগত রচনা ছাড়াও ইয়েল সম্পর্কে একটি নির্দিষ্ট রচনা লিখতে হবে। প্রশ্নগুলো বছরভেদে পরিবর্তিত হয়, তবে ঘুরেফিরে আপনাকে এসব প্রশ্নেরই উত্তর লিখতে হবে:
ইয়েলের কোন বিষয় আপনাকে আবেদন করতে উৎসাহিত করেছে?
কোন বিষয় নিয়ে আপনার কাজ করতে বা কথা বলতে ভালো লাগে?
ধরা যাক আপনি ইয়েলে একটা কোর্স পড়াচ্ছেন। সেটা কোন বিষয়ের ওপর হবে?
টিউশন ফি
ইয়েলে স্নাতক করতে হলে প্রতিবছর আপনাকে গুনতে হবে প্রায় ৫৭ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। এটা শুধুই টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ এর অন্তর্ভুক্ত নয়।
বৃত্তি
যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুই ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। স্কলারশিপ ও ফিন্যান্সিয়াল এইড। স্কলারশিপ মূলত তাদের নাগরিকদেরই দেওয়া হয় আর বাইরের শিক্ষার্থীদের জন্য থাকে ‘নিড-বেজড’ স্কলারশিপ। ইয়েলকে ‘নিড ব্লাইন্ড’ ইনস্টিটিউট বলা হয়, কারণ তারা কখনোই কারও আর্থিক অবস্থা দেখে শিক্ষার্থীর আবেদন গ্রহণ করে না।
এই ফিন্যান্সিয়াল এইড প্রোগ্রামে স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থী আবেদন করতে পারেন। এরপরও যাঁদের পরিবারের বার্ষিক আয় ৬৫ হাজার ডলারের কম, তাঁদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সে ক্ষেত্রে তাঁরা শতভাগ বৃত্তি পেয়ে থাকেন। এভাবে যাঁদের পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত, তাঁরাও কম-বেশি বৃত্তি পেয়ে থাকেন।
আইভি লিগের আটটি বিশ্ববিদ্যালয়ের একটি ইয়েল ইউনিভার্সিটি। এটি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে অবস্থিত আমেরিকার তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম ইয়েল ইউনিভার্সিটি। বিশ্বের প্রায় ১২০টি দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে আসেন।
তবে এখানে ভর্তি হওয়ার লড়াইটা বেশ কঠিন হয়। কারণ ইয়েলে মাত্র ৬ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থীর আবেদন গ্রহণ করা হয়; অর্থাৎ প্রতি ১০০ জনের ৯৪ জনই বাছাই তালিকা থেকে বাদ পড়ে যান। বিস্তারিত জানিয়েছেন ইয়েল ইউনিভার্সিটির শিক্ষার্থী নাওয়াল নাজ তারেক।
প্রস্তুতি
আপনি যে বছর আবেদন করতে চান, ভালো হয় সেই বছরের মার্চেই স্যাট দিয়ে ফেলা। চেষ্টা করবেন আপনার স্কোর যাতে ১৫০০-এর ওপরে হয়। বছরের শুরু থেকেই আপনার ইংরেজির দক্ষতা ঝালাই করে নিতে হবে। সেপ্টেম্বরেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে। পাশাপাশি স্কুলজীবনেই বিভিন্ন ধরনের সহশিক্ষাকার্যক্রমে জড়িত থাকা দরকার।
বন্ধুত্বপূর্ণ ক্যাম্পাস
বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় তাঁদের সহায়তায় আছে ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যান্ড স্কলারস’। এখানে ভিসা প্রসেসিং, থাকা-খাওয়ার ব্যবস্থা, প্রয়োজনীয় খরচ, স্বাস্থ্যসেবা, যাতায়াত ইত্যাদি সম্পর্কিত তথ্য পাওয়া যায়।
ইয়েলে শুধু পড়াশোনাই নয়, সহশিক্ষা কার্যক্রমের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়। এখানে পড়ার ফলে আপনি সেই দেশের রাজনীতি, সংস্কৃতি, আচার-আচরণ, রীতিনীতি সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি বিশ্ব সংস্কৃতি সম্পর্কে আপনার এক অন্য রকম দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষকদের রিকমেনডেশনের ক্ষেত্রে এমন শিক্ষকদের সঙ্গে কথা বলুন, যাঁরা আপনাকে ভালোভাবে চেনেন।
আপনার উচ্চমাধ্যমিকের ফলাফল আবেদনপত্রে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। প্রতিটি বিষয়েই এ প্লাস থাকা জরুরি ৷ এখানে যাঁরা ভর্তি হন, তাঁদের সবারই স্যাট স্কোর কমপক্ষে ১৫০০ থাকেই।
উল্লেখ্য, কমন অ্যাপ্লিকেশনটিতে এমন একটি ব্যক্তিগত রচনা লিখতে হবে, যা আপনি যুক্তরাষ্ট্রের যত জায়গায় আবেদন করবেন সব জায়গায় জমা দেওয়া হবে। রচনাটি সর্বোচ্চ ৬৫০ শব্দের হতে হবে। এতে করে কর্তৃপক্ষ আপনার জীবন সম্পর্কে একটা সম্যক ধারণা পাবে।
ব্যক্তিগত রচনা ছাড়াও ইয়েল সম্পর্কে একটি নির্দিষ্ট রচনা লিখতে হবে। প্রশ্নগুলো বছরভেদে পরিবর্তিত হয়, তবে ঘুরেফিরে আপনাকে এসব প্রশ্নেরই উত্তর লিখতে হবে:
ইয়েলের কোন বিষয় আপনাকে আবেদন করতে উৎসাহিত করেছে?
কোন বিষয় নিয়ে আপনার কাজ করতে বা কথা বলতে ভালো লাগে?
ধরা যাক আপনি ইয়েলে একটা কোর্স পড়াচ্ছেন। সেটা কোন বিষয়ের ওপর হবে?
টিউশন ফি
ইয়েলে স্নাতক করতে হলে প্রতিবছর আপনাকে গুনতে হবে প্রায় ৫৭ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা। এটা শুধুই টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ এর অন্তর্ভুক্ত নয়।
বৃত্তি
যুক্তরাষ্ট্রের সব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুই ধরনের সুবিধা দেওয়া হয়ে থাকে। স্কলারশিপ ও ফিন্যান্সিয়াল এইড। স্কলারশিপ মূলত তাদের নাগরিকদেরই দেওয়া হয় আর বাইরের শিক্ষার্থীদের জন্য থাকে ‘নিড-বেজড’ স্কলারশিপ। ইয়েলকে ‘নিড ব্লাইন্ড’ ইনস্টিটিউট বলা হয়, কারণ তারা কখনোই কারও আর্থিক অবস্থা দেখে শিক্ষার্থীর আবেদন গ্রহণ করে না।
এই ফিন্যান্সিয়াল এইড প্রোগ্রামে স্নাতক পর্যায়ের সব শিক্ষার্থী আবেদন করতে পারেন। এরপরও যাঁদের পরিবারের বার্ষিক আয় ৬৫ হাজার ডলারের কম, তাঁদের বেশি অগ্রাধিকার দেওয়া হয়। সে ক্ষেত্রে তাঁরা শতভাগ বৃত্তি পেয়ে থাকেন। এভাবে যাঁদের পরিবারের বার্ষিক আয় ১ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত, তাঁরাও কম-বেশি বৃত্তি পেয়ে থাকেন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫