Ajker Patrika

‘পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করতে হবে’

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ২৯
‘পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করতে হবে’

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন, ‘পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আমাদের কাজ করতে হবে। যাদের একটু হাত বাড়িয়ে দিলেই আরও ওপরে উঠতে পারবে। তারা নিজেদের দক্ষ করে তুলতে পারবে।’ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের পক্ষ থেকে গত শনিবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের প্রতি অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিবন্ধীদের আগে বোঝা মনে করা হতো, এখন কিন্তু তারা বোঝা নয়। প্রতিবন্ধীরা কিন্তু আমাদের সম্পদ তা আপনি নিজেই খুঁজে পাবেন। আপনার বাচ্চা কোনো না কোনো দিকে অনেক বেশি দক্ষ বা কোনো বিষয় সে অনেক ভালো বোঝে। সেই কাজ সব থেকে ভালো করতে পারে সে। তাকে ঠিক সেইভাবেই আপনারা বড় করবেন। তাহলেই দেখবেন সে আর আপনার বোঝা নয়। প্রতিবন্ধীদের আমরা প্রতিবন্ধী বলব না। তাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বলতে পারি।’

গত শনিবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হুইল চেয়ার, চারা গাছ ও গিফট বক্স বিতরণ করা হয়।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংস্থার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সংস্থার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ফজরুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার প্রতিষ্ঠাতা সেলিম শরীফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত