Ajker Patrika

আরএমপিতে ব্লাড ব্যাংক চালু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ৩৫
আরএমপিতে ব্লাড ব্যাংক চালু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে এবার একটি ব্লাড ব্যাংক চালু করল রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। ‘রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি’ স্লোগানে বিভাগীয় পুলিশ হাসপাতালে এই ব্লাড ব্যাংক করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় বিভাগীয় পুলিশ হাসপাতাল চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং নিজে রক্তদান করে ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. নওশাদ আলী ও ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ মাহবুব-উল-আলম। সভাপতিত্ব করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম।

আরও উপস্থিত ছিলেন আরএমপির উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপপুলিশ কমিশনার (শাহ মখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, আরএমপিতে পুলিশ ও ননপুলিশ মিলে ৩ হাজার ২১৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এ ছাড়া জেলা পুলিশ, আরআরএফ, সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নেন। জরুরি প্রয়োজনে তাঁদের জন্য ব্লাড ব্যাংক করা হলো। এখানে পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্ত দেবেন। এখান থেকে জরুরি প্রয়োজনে অসহায় মানুষকেও রক্ত দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত