Ajker Patrika

আবরারের জন্মদিনে ছোট ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৮
Thumbnail image

ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের ২৪তম জন্মদিন ছিল গতকাল শনিবার।

জন্মদিন উপলক্ষে তাঁর ছোট ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আজ ১২ ফেব্রুয়ারি ২০২২। ভাইয়ার ২৪ তম জন্মদিন। বেঁচে থাকলে আজ ২৫-এ পা দিত। কিন্তু ২ বছর ৪ মাস হলো ভাইয়া আর নেই আমাদের মাঝে। আমি কখনো দেখিনি আমাদের বাসায় ভাইয়ার জন্মদিন সেভাবে পালন করা হয়েছে। আব্বু থাকতো না আম্মু একাই আমাদের নিয়ে থাকতো, কিছু স্পেশাল রান্না করতো আর এতেই দিনটা চলে যেত। ভাইয়াকে হয়তো দুয়েকবার উইশ করেছি এর বেশি আর কিছু না। কিন্তু এখন এই দিনটাকে ঘিরে যে তীব্র শূন্যতা অনুভব হয় সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।’

এতে আরও লেখা হয়, ‘বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। ২ মাস আগে রায়ও হয়েছে। আসামিরা আপিল করেছে। কিন্তু এ দেশের উচ্চ আদালতে মামলার গতিপ্রকৃতি যে কেমন হবে সেটা শুধু আল্লাহ-ই জানেন। কেউ হয়তো একদম ভুলে যাবে না ভাইয়াকে, কিন্তু নিজের জীবনের ব্যস্ততায় যেকোনো কিছুই এক সময় মনের গভীরে চাপা পড়ে যায়, যাবে। মাঝেমধ্যে অনেককে বড় ভাইদের সাথে দেখে মনে হয়, হায় রে! আমারো তো একটা ভাই ছিলো কিন্তু সে আজ কোথায়! আর আম্মু আব্বুর মনের অবস্থা কী আল্লাহই ভালো জানেন। বাকিটা জীবন ভাইয়ার স্মৃতি মনের মধ্যে আগলে রাখা আর আল্লাহর কাছে ওর জন্য দোয়া করতেই হয়তো কাটবে তাদের। অবশ্য আর কিছু করারও নেই...। আপনারাও দোয়া করবেন ভাইয়ার জন্য।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। গত ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত