Ajker Patrika

৭৬ ভাগ কাজ শেষ মেট্রোরেলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ১০: ৫৪
৭৬ ভাগ কাজ শেষ মেট্রোরেলের

দেশের প্রথম মেট্রোরেলে আগামী ডিসেম্বরে যাত্রী পরিবহন শুরু হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য কাজ এগিয়ে চলছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৬ দশমিক ৭২ শতাংশ। এদিকে চলতি মাসেই ঢাকায় আসবে আরও দুই সেট ট্রেন। গতকাল শুক্রবার মেট্রোরেলের ফেব্রুয়ারি মাসের মাসিক অগ্রগতির প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।

অগ্রগতির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের ২০ দশমিক ১০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের রিটেইল, কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলের স্ল্যাব কাস্টিং সম্পন্ন হয়েছে। বর্তমানে মেট্রোরেল স্টেশনগুলোর মেকানিক্যাল, ইলেকট্রনিক এবং প্রবেশ ও বাহির হওয়ার অবকাঠামো নির্মাণ চলছে।

এদিকে পুরো প্রকল্পের কাজে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এ অংশে ৯০ দশমিক ৬১ শতাংশ কাজ শেষ হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভায়াডাক্টের ওপর প্যারাপেট ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে। তা ছাড়া, পল্লবী পর্যন্ত সিগন্যালিং সিস্টেমের সরঞ্জামও বসানো হয়েছে। চলতি বছরের ১৬ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও যাত্রী পরিবহনের জন্য মেট্রোরেল চালু করার কথা রয়েছে।

অগ্রগতির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগারগাঁও থেকে মতিঝিল অংশের অগ্রগতি হয়েছে ৭৫ দশমিক ৮০ শতাংশ। এ অংশেও বিভিন্ন ধরনের কাজ চলমান রয়েছে। বিজয় সরণি, ফার্মগেট ও কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল স্টেশনের নির্মাণকাজ চলমান রয়েছে। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ হাজার ২৩৭টি প্যারাপেট ওয়াল বসানো হয়েছে এবং কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ৪ হাজার ৪৯১টি প্যারাপেট ওয়াল বসানো শেষ হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত