পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারে নিত্যপণ্যের দামের উধ্ধগতি থামছে না। একবার চালের দাম বেশি তো আরেকবার সবজির, ডাল-তেলের দাম। অল্প আয় দিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ।
শীতের শুরুতেই কাচা তরকারীর সমারোহ পড়ে বাজারগুলোতে। কিন্তু বর্তমানে বাজারঘুরে দেখা গেছে বাজারগুলোতে সবজি সরবরাহ অনেক কম। ব্যবসায়ীরা জানালেন উৎপাদন কম থাকায় এমনটি হচ্ছে। গতকাল বাজারে ফুলকপি ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, সিম ৭০ টাকা, টমেটো ৯০ টাকা, ওলকপি ৪৫ টাকা, বাধা কপি ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, কলা ৪০ টাকা মুলা ৪৫ টাকা, কাচাঝাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
লাগাতার নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে। দিনমজুর অসহায় মানুষগুলো পড়েছে বিপাকে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা তারা।
এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে, জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।
পাটকেল ঘাটা বাজারের ব্যবসায়ী মানিক চন্দ্র জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অতি বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া অনেক সময় সরবরাহেও সমস্যা থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তাঁরা।
পাটকেলঘাটার পশ্চিমপাড়া গ্রামের আবুলকালাম জানান, সবজি বলেন আর চাল বলেন কোনটার দাম কম নেই অল্পদিনের মধ্যে তেল, আটা, ময়দা, চিনি, ডাল ও চালের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। অল্প আয়ে বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এসব পণ্যে সরকারের জোর মনিটরিং দরকার।
গত ২- ৩ মাসে নিত্য পণ্যের মূল্য তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যে দাম ৫ থেকে ১৫ টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, পেঁয়াজ গত মাসের তুলনায় কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ডাল, চিনি, আটা, ময়দা কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তেল ১০ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এ রকম প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেতে দেখা যায়। এ ছাড়া বাজারে কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচসহ প্রতিটি সবজির দামে ঊর্ধ্বগতি বিরাজ করছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে জিনিস পত্রের দাম বাড়ে। তবে ব্যবসায়ীরা যদি অস্বাভাবিক কোনো কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারে নিত্যপণ্যের দামের উধ্ধগতি থামছে না। একবার চালের দাম বেশি তো আরেকবার সবজির, ডাল-তেলের দাম। অল্প আয় দিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ জনগণ।
শীতের শুরুতেই কাচা তরকারীর সমারোহ পড়ে বাজারগুলোতে। কিন্তু বর্তমানে বাজারঘুরে দেখা গেছে বাজারগুলোতে সবজি সরবরাহ অনেক কম। ব্যবসায়ীরা জানালেন উৎপাদন কম থাকায় এমনটি হচ্ছে। গতকাল বাজারে ফুলকপি ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, সিম ৭০ টাকা, টমেটো ৯০ টাকা, ওলকপি ৪৫ টাকা, বাধা কপি ৪০ টাকা, বরবটি ৪০ টাকা, কলা ৪০ টাকা মুলা ৪৫ টাকা, কাচাঝাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
লাগাতার নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে মধ্য ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে। দিনমজুর অসহায় মানুষগুলো পড়েছে বিপাকে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা তারা।
এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, ব্যয় এতই বেড়েছে যে, জীবন চালানো দায় হয়ে পড়েছে। বাজার ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই উল্লেখ করে প্রতিনিয়ত বিভিন্ন পণ্যের দাম বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।
পাটকেল ঘাটা বাজারের ব্যবসায়ী মানিক চন্দ্র জানান, এবার বাজারের সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অতি বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে। এ কারণে চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া অনেক সময় সরবরাহেও সমস্যা থাকায় কাঁচা সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তাঁরা।
পাটকেলঘাটার পশ্চিমপাড়া গ্রামের আবুলকালাম জানান, সবজি বলেন আর চাল বলেন কোনটার দাম কম নেই অল্পদিনের মধ্যে তেল, আটা, ময়দা, চিনি, ডাল ও চালের দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। অল্প আয়ে বাজার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। এসব পণ্যে সরকারের জোর মনিটরিং দরকার।
গত ২- ৩ মাসে নিত্য পণ্যের মূল্য তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যে দাম ৫ থেকে ১৫ টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। দেখা যায়, পেঁয়াজ গত মাসের তুলনায় কেজিতে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ডাল, চিনি, আটা, ময়দা কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। তেল ১০ টাকা থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এ রকম প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পেতে দেখা যায়। এ ছাড়া বাজারে কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচসহ প্রতিটি সবজির দামে ঊর্ধ্বগতি বিরাজ করছে।
তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে জিনিস পত্রের দাম বাড়ে। তবে ব্যবসায়ীরা যদি অস্বাভাবিক কোনো কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫