Ajker Patrika

ছেলেকে দেশে ফিরিয়ে আনতে বাবার আকুতি

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
ছেলেকে দেশে ফিরিয়ে আনতে বাবার আকুতি

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীর কেশবপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে মোদাচ্ছের হোসেন। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে ২০১৮ সালের ২৯ আগস্ট মালয়েশিয়া পাড়ি জমান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, সেখানে একটি চীনা রাবার কারখানায় কাজ করেন মোদাচ্ছের। কিন্তু দীর্ঘ দেড় বছর ধরে তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো না।

প্রবাসী মোদাচ্ছের হোসেন বলেন, দেড় বছর ধরে অসুস্থ শরীর নিয়েই কাজ করছি। কোম্পানির মালিককে বলেও ছুটি মিলছে না। ছুটির কথা বলে আমাকে মাসের পর মাস ঘোরানো হচ্ছে।

মোদাচ্ছের আরও বলেন, ‘আমার হার্টের সমস্যা, পেট ফুলে থাকে, খেতে পারি না, বুকে ব্যথার জন্য ঠিকমতো কাজও করতে পারি না। বিদেশের মাটিতে চিকিৎসা নিতে দেড় বছরে আমার প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। এরপরও আমি কোনো সুচিকিৎসা পাইনি। এ অবস্থায় আমি কাজ বাদ দিয়ে দেশে আসতে চাই। দেশে মা–বাবা, স্ত্রী, সন্তানদের নিয়ে বাকি জীবন কাটাতে চাই।’

মোদাচ্ছেরের বাবা মহিউদ্দীন বলেন, ‘আমার ছেলেকে সুস্থ অবস্থায় সরকারের সহযোগিতায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা যা করতে হবে তা আমি করব। আমি শুধু আমার ছেলেকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে সুচিকিৎসা করাতে চাই। বাবা হিসেবে সন্তানের এ অবস্থা শুনে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি। বিষয়টি যে কি কষ্টের তা কাউকে বলে বোঝানো যাবে না।’

মোদাচ্ছেরের স্ত্রী নার্গিস বেগম বলেন, ‘আমার স্বামী দেড় বছর ধরে মালয়েশিয়ায় অসুস্থ অবস্থায় কাজ করছেন। ওখানে ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি; বরং শারীরিক অবস্থার অবনতি হলে ভিডিও কলের মাধ্যমে ঝিনাইদহের আল-মদিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের চিকিৎসক বিশ্বনাথ সরকারের সঙ্গে কথা বলি। পরে ওই চিকিৎসকের লিখে দেওয়া ওষুধগুলো মালয়েশিয়ায় কুরিয়ার করা হয়। এই ওষুধ খেয়েও আমার স্বামীর শরীরের তেমন কোনো পরিবর্তন হয়নি।’

নার্গিস বেগম আরও বলেন, ‘দেশে নিয়ে এসে ভালোভাবে চিকিৎসা করাতে পারলে আমার স্বামী হয়তো সুস্থ হয়ে উঠবে। এ অবস্থায় আমি আমার স্বামীকে দেশে ফিরিয়ে নিয়ে আসার সব ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত