Ajker Patrika

বিনা খরচে চোখের চিকিৎসা

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১২: ২৯
বিনা খরচে চোখের চিকিৎসা

ব্রাহ্মণপাড়ার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুরে বিনা খরচে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ আই কেয়ার হাসপাতালের উদ্যোগে মনোহরপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে ক্যাম্পের আয়োজন করা হয়।

এতে সহযোগিতা করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া। চিকিৎসাসেবা দেন হাসপাতালটির জ্যেষ্ঠ অটোমেট্রিষ্ট মো. গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল ও সহকারী মো. শাকিল আহামেদ। দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন এলাকার আনুমানিক ৫০০ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, ফরিদ উদ্দিন মাস্টার, হাজী আফাজ উদ্দিন, মৎস্যজীবী লীগ নেতা মহিউদ্দিন হোসেন লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত