Ajker Patrika

তিন হাজার বোতল সয়াবিন তেল উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৭: ২৫
তিন হাজার বোতল সয়াবিন তেল উদ্ধার

কুড়িগ্রামে মজুত করা দুই হাজার ৯৫৫ বোতল সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সদর উপজেলার কৃষ্ণপুর তালতলা এলাকায় ভাই ভাই ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ তেল উদ্ধার করা হয়। এ সময় প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযান সূত্রে জানা গেছে, তালতলার ভাই ভাই ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের গুদামে নতুন নির্ধারিত মূল্যের তেলের বোতলের সঙ্গে আগের নির্ধারিত মূল্যের ২৮৯৬টি এক লিটার পরিমাপের বোতল এবং ৫৯টি পাঁচ লিটার পরিমাপের বোতল উদ্ধার করা হয়। এতে তিন হাজার ১৯১ লিটার তেল মজুত ছিল। যথাযথভাবে তেল বিক্রি না করার অভিযোগে প্রতিষ্ঠান মালিক মোশাররফ হোসেন মনিকে ২০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। গুদামে রাখা আগের দামের তেল (১ লিটার ১৬০ টাকা, ৫ লিটার ৭৬০ টাকা) সাধারণ ভোক্তার কাছে বিক্রির ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম ও সদর থানা-পুলিশ সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত