Ajker Patrika

চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১০
চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাষ্ট্রীয় সফর শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত রোববার দুপুরে তিনি দেশে ফিরলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি ভারতে গিয়েছিলেন। এদিকে একই পথে ভারত থেকে দেশে ফেরেন কেন্দ্রীয় যুবলীগের সহসভাপতি শেখ সোহেল। তাঁকেও বেনাপোল নোম্যন্সল্যান্ডে ফুল ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতা-কর্মীরা।

জানা যায়, গত বুধবার পররাষ্ট্র মন্ত্রী ভারত গিয়েছিলেন নিজে গাড়ি চালিয়ে চাপাইনওয়াবগঞ্জের সোনামসজিদ স্থল পথে। তিনি কলকাতা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত