Ajker Patrika

পুরুষের চেয়ে নারীরা ভোট দিলেন বেশি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ৫১
পুরুষের চেয়ে নারীরা ভোট দিলেন বেশি

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় গতকাল সকাল ৮টায়। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ছিলেন। এ উপনির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়।

গতকাল বেলা ১টা পর্যন্ত পৌরসভাসহ তিনটি ইউনিয়ন ঘুরে দেখা যায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

এ সময় নৌকা প্রতিকের প্রার্থী মেরিনা জাহান কবিতাকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে দেখা গেলেও, অপর দুই প্রার্থী মোক্তার হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী (মোটর গাড়ি) অ্যাডভোকেট হুমায়ন কবিরকে দেখা যায়নি।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪ লাখ ২০ হাজার ৮৭০ জন ভোটার। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত