Ajker Patrika

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে গিয়ে নাজেহাল

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ১৮
স্বতন্ত্র প্রার্থীর প্রচারে গিয়ে নাজেহাল

পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভাইয়ের বিরুদ্ধে প্রচারে এসে ধাওয়া খেয়েছেন এক আমেরিকা প্রবাসী। তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরেক ভাইয়ের পক্ষে মাঠে নেমেছিলেন। গতকাল রোববার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, আগামী ১১ নভেম্বরের নির্বাচনে কাবিলপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আছেন রবিউল ইসলাম রবি। তাঁরই আপন বড় ভাই শাহ আব্দুর রব মো. সালেক ওরফে সাকি আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। পারিবারিক কোন্দলের কারণে আপন দুই ভাই প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারও চালিয়ে আসছেন।

সাকির পক্ষে গতকাল ভোট চাইতে আসেন তাঁদের আরেক ভাই আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ। প্রচারের সময় নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে নিউ তাঁর দলবল নিয়ে পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলায় চলে যান।

নৌকার প্রার্থী রবি বলেন, ‘দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে আমাদের পারিবারিক কলহ চলছে। একাধিক মামলাও রয়েছে। আমেরিকা প্রবাসী নিউ আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আজকে (রোববার) নিউ পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলা থেকে ভাড়াটে লোকজন নিয়ে আমাদের ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাইতে আসে। উত্তেজিত জনতা তাদের ধাওয়া করলে সে আবারও পলাশবাড়ি উপজেলা সদরে পালিয়ে যায়।’

এ ব্যাপারে বক্তব্য জানতে আবু জাহিদ নিউয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল বলেন, ‘পার্শ্ববর্তী পলাশবাড়ি উপজেলা থেকে বহিরাগত লোকজন নিয়ে এসে অবৈধভাবে প্রবেশ করে নির্বাচনে ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করায় জনতা তাঁদের রুখে দিয়েছে। আমরা আগে থেকেই লক্ষ্য করছি, পলাশবাড়ী থেকে ভাড়াটে লোকজন এনে নির্বাচনে প্রভাব বিস্তার করা হচ্ছে। বিষয়টি আমরা আগে থেকেই থানার পুলিশকে অবগত করেছি।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বলেন, ‘ঘটনাটি শোনার পর পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের পাওয়া যায়নি। এ ছাড়া আমাদের বিট পুলিশের উপপরিদর্শক (এসআই) কাবিলপুর ইউনিয়নে সার্বক্ষণিক অবস্থান করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত