Ajker Patrika

স্পোর্টস ক্লাবের কমিটি গঠন

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
Thumbnail image

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটি ২০২১-২২ মেয়াদে দায়িত্ব পালন করবে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

জনসংযোগ শাখা জানায়, স্পোর্টস ক্লাবের চিফ প্যাট্রন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, কো-প্যাট্রন ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন এবং উপদেষ্টা হিসেবে আছেন অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, তারেক ইসলাম, লোকমান আহমদ চৌধুরী ও সাইদুর রহমান। স্পোর্টস ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

মহিউদ্দিনকে সভাপতি করে গঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন অর্নক দাস গুপ্ত।

কমিটির অন্যরা হলেন-সহসভাপতি ফাইজা চৌধুরী, যুগ্ম সম্পাদক সাদমান সাকিব তাজওয়ার সামী, সাংগঠনিক সম্পাদক ফাহিম চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম ও এনায়েত আলি হাবিব, অর্থ সম্পাদক মারুফ আহমেদ নাহিদ, সহঅর্থ সম্পাদক আবিদ চৌধুরী ও মোস্তাফিজুর রহমান শুভ, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম প্লাবন, সহদপ্তর সম্পাদক তাসনিম শাহরিয়ার, জনসংযোগ সম্পাদক ইফাদুর রোহান, বার্তা সম্পাদক মো. মনসুরুজ্জামান শেখ ইমন, সহবার্তা সম্পাদক রাজন তালুকদার, সদস্যসচিব জুবায়ের আহমেদ, আব্দুল্লাহ আল হাদি মাহদি ও কিশোর নওশিন এবং নির্বাহী সদস্য সানজিদা তালুকদার, ওয়াহিদা আজির, সানজিদুল করিম অথৈ, নিয়াজুর নাকিব ও মিলন তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত