Ajker Patrika

শ্রদ্ধায় চার নেতাকে স্মরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১১: ২৩
শ্রদ্ধায় চার নেতাকে স্মরণ

মৌলভীবাজার ও সুনামগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুরজ্জামানকে হত্যা করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যে:

মৌলভীবাজার: জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। এদিন সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান পৌর মেয়র মো. ফজলুর রহমান ও অন্যরা। পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করে আলোচনা সভা শুরু করা হয়। সভায় সাংসদ নেছার আহমদ সভাপতিত্ব করেন।

ছাতক (সুনামগঞ্জ): উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। এদিন সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিল হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু।

সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী প্রমুখ।

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): এ দিবস উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত