Ajker Patrika

প্রাইভেট কার নিয়ে পালানোর সময় আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪৯
প্রাইভেট কার নিয়ে পালানোর সময় আটক

চট্টগ্রামের কর্ণফুলী থেকে একটি প্রাইভেট কার চুরি করে পালানোর সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। গতকাল শুক্রবার দুপুর ১২টায় সময় অক্সিজেন এলাকায় জামাল হোসেন বাবুল (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. নছরুল্লাহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার শাহাদাৎ হুসেন রাসেল বলেন, গতকাল দুপুরে অক্সিজেন এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট মো. নছরুল্লাহ। তিনি একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেন। তবে চালক গাড়িটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে গাড়িটি আটক করে চালকের আসনে থাকা জামাল হোসেন বাবুলের কাছে কাগজপত্র দেখতে চান সার্জেন্ট। এ সময় তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর একপর্যায়ে জামাল হোসেন বাবুল জানান, কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি চুরি করেছেন তিনি। এ ঘটনায় পরে জামালকে গাড়িসহ বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত জামাল বরিশাল জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তিনি ঢাকা মোহাম্মদপুরে এলাকায় থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

৬ বছর পর চীন সফরে যাচ্ছেন মোদি, আসবেন পুতিনও

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত