Ajker Patrika

কুকুরছানা আদর চায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২২, ০৯: ৩৩
কুকুরছানা আদর চায়

বাসায় একা একা যখন বিরক্ত হও, তখন একজন বন্ধুকে কাছে পেলে নিশ্চয় অনেক গল্প করবে, খেলবে। সেই বন্ধুটি হতে পারে পোষা প্রাণী কিংবা পুতুল অথবা তোমারই মতো একজন মানুষ। আজ এক ছোট্ট কুকুরছানার গল্প বলি।

সে ভীষণ আদর ও যত্ন চায়। যত্ন না পেলে কাঁদে, অভিমান করে। তুমি কি তার সঙ্গে খেলতে চাও? তাহলে অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও ‘পাপ্পি পেট কেয়ার’ অ্যাপটি। এই অ্যাপে থাকা কুকুরছানার সঙ্গে মজার সময় কাটাতে পারবে। ছোট্ট এই কুকুরছানা তোমার সঙ্গে খেলবে, ঘুমাবে ও গল্প করবে। তুমি তাকে সময়মতো মজার মজার খাবার খাওয়াবে, গোসল করাবে, তার ঘর পরিষ্কার করায় তাকে সাহায্য করবে, তাকে সুন্দর ও পরিষ্কার পোশাক পরতে সাহায্য করবে। কুকুরছানাটি কোথায় থাকবে, কোথায় খেলবে, কোথায় বিশ্রাম নেবে, সে বিষয়গুলোও তোমাকে নির্ধারণ করতে হবে। তাকে ভালো করে মেকআপও করাতে হবে। এতে সে খুব খুশি থাকবে। আর তুমিও পয়েন্ট পেয়ে যাবে।

মজার এ খেলাটি খেলতে গুগল প্লে স্টোর থেকে ‘পাপ্পি পেট কেয়ার’ অ্যাপটি আজই ইনস্টল করে নাও। এটি একেবারে ফ্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপনে সহপাঠীদের অপ্রীতিকর ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠাতেন বাকৃবি ছাত্রী

কৃত্রিম বৃষ্টি ঝরাতে দিল্লিতে ‘ক্লাউড সিডিং’, প্রথম চেষ্টায় ব্যর্থ ভারত

আপনার রাশিফল: অতি আত্মবিশ্বাসের লাগাম টানুন, ভুল ধরলে রোমান্স বরবাদ

পোশাক রপ্তানি: বাংলাদেশ ও চীনকে পেছনে ফেলার পরিকল্পনা করছে ভারত

সোনার দাম ২ লাখের নিচে নামল

এলাকার খবর
Loading...