Ajker Patrika

২ নেতার পাল্টাপাল্টি কমিটি

কেশবপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাল্টাপাল্টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ত্রিমোহিনী, বিদ্যানন্দকাটি, হাসানপুর ও সাতবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। পরে এ দুই নেতার মতবিরোধের পরিপ্রেক্ষিতে তাঁদের নেতৃত্বে সম্প্রতি সাগরদাঁড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পৃথক ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, এস এম রুহুল আমীনের উপস্থিতিতে ৯টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়। এ সময় জেলা-উপজেলার আরও অনেক নেতা উপস্থিত ছিলেন। অপরদিকে গাজী গোলাম মোস্তফার উপস্থিতিতে যে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে, এর মধ্যে বাঁশবাড়িয়া ওয়ার্ডে বিএনপি ঘরানার লোক রয়েছেন।

তবে রফিকুল ইসলাম ও কাজী মুস্তাফিজুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।

সাগরদাঁড়িতে পাল্টাপাল্টি কমিটি গঠন হওয়ায় দলটির তৃণমূল পর্যায়ের নেতাদের ভেতর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের নেতৃত্বে সাগরদাঁড়িতে যে কমিটি গঠন করা হয়েছে, সেটা গঠনতন্ত্র মেনে হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন এ বিষয়ে বলেন, সাংগঠনিক প্রক্রিয়া মেনেই ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত