Ajker Patrika

ভারী যানে সড়ক বেহাল

মো. জাহিদুল ইসলাম, মনোহরদী 
ভারী যানে সড়ক বেহাল

নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর বাজার থেকে চরমান্দালিয়া পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়কের পিচ উঠে গেছে। বিভিন্ন জায়গায় ছোট-বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে যায়। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী, যানবাহনের যাত্রী ও চালকেরা।

সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। চরমান্দালিয়া, বীরগাঁও, ডোমনমারা, পীরপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। অটোরিকশা থেকে শুরু করে সিএনজিচালিত অটোরিকশা, লরি, ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহনও চলাচল করে এই সড়ক দিয়ে। মনোহরদী উপজেলার সঙ্গে প্রতিবেশী কটিয়াদী উপজেলারও যোগাযোগের একমাত্র সড়ক এটি। কৃষিপ্রধান এ অঞ্চলের মানুষের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিভিন্ন ধরনের ভারী যান চলাচলের কারণে সড়কটি দ্রুত নষ্ট হচ্ছে। বিশেষ করে ইটভাটার মাটি সংগ্রহে ব্যবহৃত লরির কারণেই সড়কটি বেশি ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

ডোমনমারা গ্রামের শাহজালাল ফরাজী বলেন, ‘আমাদের দৈনন্দিন প্রয়োজনে চালাকচর বাজারে যেতে হয় প্রতিদিনই। তা ছাড়া উপজেলা সদরে যাওয়ার জন্যও আমাদের এই সড়কটি ব্যবহার করতে হয়। ইটভাটার মাটি সংগ্রহের জন্য লরিই সড়ক ক্ষতিগ্রস্তের জন্য দায়ী। লরি চলাচলের কারণে সড়কের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। তাই খানাখন্দে ভরা সড়কটি দ্রুত সংস্কার করার দাবি জানাচ্ছি।’

অটোরিকশাচালক শামসুদ্দীন বলেন, ভাঙা সড়কটি দিয়ে যাত্রী নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় বেশি লাগছে। আবার কয়েক দিন পরপর অটোরিকশা নষ্টও হয়ে যাচ্ছে। তাই তিনি সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আসাদুল হক বলেন, চরমান্দালিয়া থেকে উপজেলা সদর মনোহরদীর দূরত্ব ১৫ কিলোমিটারেরও বেশি। সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। কটিয়াদী উপজেলা কাছে হওয়ায় নিত্যপ্রয়োজনীয় সব ধরনের কাজে চরমান্দালিয়া গ্রামের মানুষ কটিয়াদী যায়। এই এলাকার মানুষের কটিয়াদী ও মনোহরদী যাওয়ার প্রধান সড়ক এটি। তাই এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

এ বিষয়ে মনোহরদী উপজেলা প্রকৌশলী মীর মাহিদুল ইসলাম জানান, সড়কটির বিষয়ে তিনি অবগত আছেন এবং তিনি সড়ক পরিদর্শনও করেছেন। দ্রুত সময়ের মধ্যেই তিনি সড়কটি সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত