Ajker Patrika

বিএনপি কার্যালয়ের সামনে কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২: ০১
Thumbnail image

শুক্রবার ছুটির দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বসে ভ্রাম্যমাণ বাজার। অস্থায়ী এসব বাজারে ক্রেতারও কমতি নেই। চাহিদার কথা মাথায় রেখে ভ্যানগাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে ক্রেতাদের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছেন বিক্রেতারা। শহরের অলিগলি থেকে শুরু করে মূল সড়কের পাশে বসা বিভিন্ন ভ্রাম্যমাণ বাজার এরই মধ্যে জনপ্রিয়ও হয়ে উঠেছে। শুক্রবার জুমার নামাজের মুসল্লিদের টার্গেট করে রাজধানীর বিভিন্ন মসজিদের আশপাশে বসে এসব বাজার।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ধান মিলল জমজমাট এক ভ্রাম্যমাণ বাজারের। স্থানীয়রা জানালেন, ছুটির দিনে বিএনপি কার্যালয়ের সামনে তেমন কোনো ব্যস্ততা না থাকায় গত কয়েক মাস ধরেই জুমার নামাজের পর এখানে বাজার জমে উঠছে। এখানে পাওয়া যায় মাছ-সবজি, মৌসুমি ফলসহ নানা কিছু।

গতকাল দুপুরে ওই বাজারে পণ্য নিয়ে আসা বেশ কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা হয়। আকবর আলী নামে এক ফলবিক্রেতা জানান, তিনি রাজধানীর বিভিন্ন স্থানে ভ্যানগাড়িতে করে আপেল, কমলা, আঙুরসহ নানান ফল বিক্রি করেন। শুক্রবার বিএনপি অফিসের সামনে এসে জায়গা নিয়ে বসেন। এখানে বেচাকেনা ভালো। অন্যদিন শহরের নানাপ্রান্তে ঘুরে যা বিক্রি হয়, বিএনপি অফিসের সামনে এক ঘণ্টা বসলে নাকি তার চেয়েও বেশি বিক্রি করতে পারেন। অল্প সময়ে বেশি বিক্রি করে ছুটির দিনে একটু অবসর সময়ও কাটানো যায় বলে জানালেন আকবর।

সবজিবিক্রেতা সোবহান জানালেন, বিএনপি অফিসের সামনে তেমন ব্যস্ততা না থাকায় বাজার নিয়ে বসতে সমস্যা হয় না। তবে কোনো শুক্রবারে যদি অফিসের সামনে বিএনপির কর্মসূচি থাকে তাহলে এখানে বাজার বসানো যায় না। সেদিন আশপাশের রাস্তায় কিংবা মসজিদ গলিতে বাজার বসে।

পল্টনের স্থানীয় বাসিন্দা সোলাইমান হোসেন জানালেন, গত ছয় মাস ধরে প্রতি শুক্রবার এই বাজার বসছে। তুলনামূলক কম দামে ভালো এবং টাটকা পণ্য পাওয়া যায়। তাই স্থানীয়দের সুবিধা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত