Ajker Patrika

নাগরপুরে আ.লীগের ৩৮ নেতা বহিষ্কার

নাগরপুর প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ৩১
নাগরপুরে আ.লীগের ৩৮ নেতা বহিষ্কার

নাগরপুরে আওয়ামী লীগের ৩৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ ও পৃষ্ঠপোষকতা করায় তাঁদের বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া আওয়ামী লীগের এসব নেতারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতাসহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন। এ কারণে তদন্ত সাপেক্ষে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র মোতাবেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কারসহ অব্যাহতি দেওয়া হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন মো. শাহআলম সিদ্দিকী, মো. আক্কেল আলী, মো. মোশারফ হোসেন, খন্দকার ফাইজুল আমিন রাঙ্গা, বাকী বিল্লাহ, আব্দুল হাই মাস্টার, মো. শামছুল, মো. নিতুজামান তুরিন, মো. শিহাব উদ্দিন, মো. আ. লতিফ, মো. আবুল কালাম আজাদ, মো. সরোয়ার হোসেন, মো. আতোয়ার রহমান, মণীন্দ্র কুমার শীল, স্বপন কুমার সাহা, আমিনুল হক বালা, মো. আজাদ মিয়া, মো. আতোয়ার রহমান।

এ ছাড়া মো. জয়নাল আবেদীন, আব্দুস সালাম খান, মো. আবু সাইদ মিয়া, মো. শাজাহান সিরাজ, মো. আলিয়ার হোসেন, মো. কফিল উদ্দিন, মো. আ. বারী, মো. আ. মান্নান, খন্দকার আমিনুর রহমান, মো. আওলাত হোসেন সরকার, নুরু মাতাব্বর, মো. দেলোয়ার হোসেন চাতক, আব্দুর রহিম, আয়নাল হক, মো. সামছুল হক, মো. ফরুক হোসেন, মো. বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন বাবুল, খন্দকার নুর-এ-আলম ও খন্দকার আ. করিম।

সভাপতি জাকিরুল ইসলাম জানান, তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এ কাজ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত