Ajker Patrika

মদপানের ঘটনায় আরও একজনের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
মদপানের ঘটনায় আরও একজনের মৃত্যু

অতিরিক্ত মদপানে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৭ বছর বয়সী আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দুজনে দাঁড়াল। গত শুক্রবার মারা যাওয়া জহুরুল উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জহুরুল (১৭) অসুস্থ অবস্থায় বাড়ি আসলে স্বজনেরা মদপানের বিষয়টি টের পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে একই এলাকার রাশেদুল ইসলামের ছেলে রাব্বীর (১৬) লাশ বাড়ির পাশের রসুন খেত থেকে উদ্ধার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত