Ajker Patrika

অবশেষে ডোপ টেস্ট শুরু মমেক হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০৭
অবশেষে ডোপ টেস্ট শুরু মমেক হাসপাতালে

মাদকাসক্তি নির্ণয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্যাথলজি ল্যাবে শুরু হয়েছে ডোপ টেস্ট। এখন থেকে চাকরি ও পেশাদার লাইসেন্সপ্রত্যাশীরা সরকারি ফি মাত্র ৯০০ টাকায় পরীক্ষা করাতে পারবেন। স্বল্প সময়ে মমেক হাসপাতালে ডোপ টেস্ট চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেবাপ্রার্থীসহ পরিবহন নেতারা।

প্রাইভেট কারচালক হাসান মিয়া বলেন, ‘সরকার ডোপ টেস্ট বাধ্যতামূলক করার পর থেকে ময়মনসিংহে পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়। অতিরিক্ত টাকা ব্যয়ের পাশাপাশি অনেক হয়রানির মধ্যে পড়তে হয়েছে।’

সরকারের এমন উদ্যোগের প্রশংসা করে জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, ‘হাতের কাছে সরকারি খরচে ডোপ টেস্টের সুযোগ পাওয়ায় সাধারণ চালকেরা হয়রানি থেকে রক্ষা পেয়েছে। আশা করব, যেন সেবার মান ঠিক থাকে।’

ডোপ টেস্ট চালুর বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বলেন, ‘সরকারের নির্দেশনা পাওয়ার পর হাসপাতালের মেডিসিন বিভাগের প্যাথলজি ল্যাবে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়েছে।’

ময়মনসিংহ বিআরটিএ কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ মেজবাহ উদ্দিন বলেন, সরকারি হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা করায় এখন থেকে আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা ব্যয় করে পরীক্ষা করাতে হবে না।

মেজবাহ উদ্দিন আরও বলেন, ডোপ টেস্ট চালুর বিষয়টি মমেক হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে। দেড় শতাধিক পেশাদার চালক লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছেন। তাঁদের তালিকাসহ ফরওয়ার্ডিং দিয়ে পরীক্ষা করানোর জন্য হাসপাতালে পাঠানো হবে।

এর আগে ময়মনসিংহের সরকারি হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা না থাকায় সেবাপ্রার্থীদের হয়রানির শিকার হওয়ার বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই মমেক হাসপাতাল কর্তৃপক্ষ ডোপ টেস্ট করার উদ্যোগ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত