Ajker Patrika

সমবায়ের মাধ্যমেই স্বপ্ন বাস্তবায়িত হবে

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ২৪
সমবায়ের মাধ্যমেই স্বপ্ন বাস্তবায়িত হবে

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেছেন, সমবায়ের মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে।

এরই মধ্যে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

গতকাল শনিবার শহরের পাবলিক হলে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাগত বক্তব্য রাখেন দ্যা নেত্রকোনা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান। উপস্থিত ছিলেন-সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল প্রমুখ।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির উদ্বোধন করেন প্রধান অতিথি আশরাফ আলী খান খসরু। সমবায়ের পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান ও দ্যা নেত্রকোনা কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। সমবায়কে তিনি উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। সমবায় সম্পর্কে জাতির পিতার চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, বাংলাদেশের কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকরী পদ্ধতি। সমবায় পদ্ধতির পারস্পরিক সহযোগিতা, সমবেত প্রচেষ্টা ও মূল্যবোধের চর্চা বর্তমান সংকট উত্তরণে ভূমিকা রাখতে পারে। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত