Ajker Patrika

কপোতাক্ষের বালু লুটে কারাদণ্ড

­ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫: ০৬
Thumbnail image

যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ছুটিপুর বাজারে সেতুর উত্তরপাশে অভিযান চালিয়ে তাঁকে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন আলম শার্শা উপজেলার শিববাস গ্রামের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান। অভিযানে দুটি শ্যালো মেশিনসহ বালু তোলার সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা মালামাল গঙ্গানন্দপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল খায়েরের জিম্মায় দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে দুটি যন্ত্র দিয়ে এখানে বালু তুলছি একটি চক্র। স্কুলের মাঠ ভরাটের নামে অবৈধভাবে কপোতাক্ষ নদ থেকে বালু তুলছিলেন তাঁরা।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন আলম বলেন, ‘বালু ওঠাচ্ছেন আমার মামা। তিনি গঙ্গনন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান আমিন। মামা বাড়ি বেড়াতে এসে এখানে এসেছিলাম।’

ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান আমিন বলেন, ‘স্কুলের মাঠ ভরাটের জন্য বালু তুলছিলাম। ঘটনাস্থলে ভাগনে আলমগীরকে রেখে আমি বাজারে গিয়েছিলাম। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে আটক করে নিয়ে কারাদণ্ড দেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাজিব হাসান বলেন, ‘অবৈধভাবে বালু তোলায় আলমগীর হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।’

কাজী নাজিব হাসান বলেন, ‘উত্তোলন করা বালু, দুটি শ্যালো মেশিনসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল প্রকাশ্যে নিলাম করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত