Ajker Patrika

মৌলভীবাজারে এক দিনে শনাক্ত ১২১ জন

মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৪: ৩০
মৌলভীবাজারে এক দিনে শনাক্ত ১২১ জন

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ২৪৩ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে মৌলভীবাজার ২৫০ শয্যা ও সদরে ৪৮, কমলগঞ্জে ছয়, শ্রীমঙ্গলে তিন, রাজনগরে পাঁচ, কুলাউড়ায় ৩৬, বড়লেখায় ১৮ ও জুড়ীতে পাঁচজন। বর্তমানে আক্রান্তের হার ৪৯ দশমিক ৮ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৪২ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৫১৪ জন। নতুন মৃত্যু শূন্য এবং জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন।

এদিকে সংক্রমণ প্রতিরোধে গত রোববার সন্ধ্যা পর্যন্ত জেলাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ৩৬ জনকে সর্বমোট ১৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেন।

তবে করোনাকালীন এ পরিস্থিতিতেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি। স্থানীয় পর্যায়ে জেলা ও উপজেলা প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি মানাতে আগের মতোই নেওয়া হচ্ছে কঠোর পদক্ষেপ। গেল এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা যায় প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে প্রচার চালানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত