Ajker Patrika

শত্রুতায় গেল ১১০ কলাগাছের প্রাণ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
শত্রুতায় গেল ১১০ কলাগাছের প্রাণ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রাতের আঁধারে বাগানের ১১০টি কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

উথলী দনিপাড়ার আব্দুল আলিমের স্ত্রী ফেরদৌসী আক্তার (৪২) বলেন, ‘বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বোন ও দুলাভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। জমির দখলকে ঘিরে ইতিমধ্যে ডজনখানেক মামলাও হয়েছে। এ অবস্থায় গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমার বাড়ির অদূরে ১০ কাঠা জমিতে লাগানো ১১০টি কলা গাছ কেটে ফেলে। জমি নিয়ে বিরোধের কারণে বোন ও দুলা ভাইয়েরা তাঁদের লোক দিয়ে এ কাজ করেছেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত