আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির কোণঠাসা হয়ে পড়েছেন। গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেতে উঠেপড়ে লেগেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। জানা গেছে, ছোট মনির ও তাঁর ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় নেতা-কর্মীরাও তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন।
আসন্ন নির্বাচনে ছোট মনিরের কঠিন প্রতিপক্ষ গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তাঁকে টেক্কা দিতে এরই মধ্যে তিনি পদত্যাগ করেছেন। শুরু করে দিয়েছেন গণসংযোগও।
অন্যদিকে আপাতত মনোনয়ন নিয়ে ভাবছেন না বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এ মুহূর্তে তাঁরা আন্দোলন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগ পাঁচবার, বিএনপি চারবার, জাসদ (সিরাজ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একবার করে নির্বাচিত হয়েছেন। বর্তমান সংসদ সদস্য ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৮ সালে প্রথম দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র দাবি করছে, দলের প্রবীণ ও ত্যাগীদের অবমূল্যায়ন, পছন্দের নেতা ও তরুণ-কিশোরদের প্রাধান্য দেওয়া, উন্নয়ন ও সাংগঠনিক কাজে বৈষম্যসহ নানা কারণে এমপির ওপর দলের নেতা-কর্মীদের আস্থা কমে এসেছে। এ ছাড়া এমপির বড় ভাই বড় মনির বিরুদ্ধে এক কিশোরীর দায়ের করা ধর্ষণ মামলা এবং গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও কলেজশিক্ষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নিজের (ছোট মনির) নাম আসায় আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী
একাদশ সংসদ নির্বাচন থেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হকের সঙ্গে ছোট মনিরের দা-কুমড়া সম্পর্ক। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠান্ডুর সঙ্গেও তাঁর বিরোধ তুঙ্গে। দুই উপজেলার দুই প্রভাবশালী নেতার সঙ্গে ছোট মনিরের মনোনয়ন দূরত্ব বাড়ছে বলে মন্তব্য স্থানীয়দের। এ তিনজন ছাড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী
আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুই হবেন এই আসনের দলটির একক মনোনয়নপ্রত্যাশী। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক বলেন, ‘আমি নেতা-কর্মীদের অনুরোধে নির্বাচনী মাঠে নেমেছি। তাঁদের ভালোবাসা নিয়েই নির্বাচনে বিজয়ী হব।’
সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠান্ডু বলেন, ‘আমি জনগণের চাপের মুখেই উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচনের জন্য জনসংযোগ শুরু করেছি। বর্তমান এমপি প্রবীণ ত্যাগী নেতাদের উপেক্ষা করে তরুণ-কিশোরদের প্রাধান্য দিচ্ছেন। আওয়ামী লীগ নেতা নিক্সন হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের ভয়ভীতি দেখাচ্ছেন। বড় মনির ও ছোট মনিরের অপকর্মে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।’
তবে ছোট মনির বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালপুর ও ভূঞাপুরে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। চরাঞ্চলে বিদ্যুৎ দিয়েছি। করোনার মতো দুর্যোগেও মানুষের পাশে থেকেছি। এখন যাঁরা প্রার্থী হচ্ছেন, তাঁদের কখনোই জনগণের পাশে দেখিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে। জনগণও বিগত নির্বাচনের চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।’
বিএনপির মনোনয়নপ্রত্যাশী টুকুর বক্তব্য পাওয়া না গেলেও দলটির গোপালপুর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পরই নির্বাচনের ভাবনা। আওয়ামী লীগ ছাড়া যেকোনো সরকারের অধীনে নির্বাচন হলে এই আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটে জয়ী হবেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির কোণঠাসা হয়ে পড়েছেন। গোপালপুর ও ভূঞাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেতে উঠেপড়ে লেগেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। জানা গেছে, ছোট মনির ও তাঁর ভাই গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে স্থানীয় নেতা-কর্মীরাও তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন।
আসন্ন নির্বাচনে ছোট মনিরের কঠিন প্রতিপক্ষ গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। তাঁকে টেক্কা দিতে এরই মধ্যে তিনি পদত্যাগ করেছেন। শুরু করে দিয়েছেন গণসংযোগও।
অন্যদিকে আপাতত মনোনয়ন নিয়ে ভাবছেন না বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। এ মুহূর্তে তাঁরা আন্দোলন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এই আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগ পাঁচবার, বিএনপি চারবার, জাসদ (সিরাজ) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একবার করে নির্বাচিত হয়েছেন। বর্তমান সংসদ সদস্য ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৮ সালে প্রথম দলীয় মনোনয়ন নিয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র দাবি করছে, দলের প্রবীণ ও ত্যাগীদের অবমূল্যায়ন, পছন্দের নেতা ও তরুণ-কিশোরদের প্রাধান্য দেওয়া, উন্নয়ন ও সাংগঠনিক কাজে বৈষম্যসহ নানা কারণে এমপির ওপর দলের নেতা-কর্মীদের আস্থা কমে এসেছে। এ ছাড়া এমপির বড় ভাই বড় মনির বিরুদ্ধে এক কিশোরীর দায়ের করা ধর্ষণ মামলা এবং গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও কলেজশিক্ষক আমিনুল ইসলাম তালুকদার নিক্সন হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে নিজের (ছোট মনির) নাম আসায় আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী
একাদশ সংসদ নির্বাচন থেকে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হকের সঙ্গে ছোট মনিরের দা-কুমড়া সম্পর্ক। গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠান্ডুর সঙ্গেও তাঁর বিরোধ তুঙ্গে। দুই উপজেলার দুই প্রভাবশালী নেতার সঙ্গে ছোট মনিরের মনোনয়ন দূরত্ব বাড়ছে বলে মন্তব্য স্থানীয়দের। এ তিনজন ছাড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী
আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুই হবেন এই আসনের দলটির একক মনোনয়নপ্রত্যাশী। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।
মনোনয়নপ্রত্যাশীদের বক্তব্য
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক বলেন, ‘আমি নেতা-কর্মীদের অনুরোধে নির্বাচনী মাঠে নেমেছি। তাঁদের ভালোবাসা নিয়েই নির্বাচনে বিজয়ী হব।’
সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠান্ডু বলেন, ‘আমি জনগণের চাপের মুখেই উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এমপি নির্বাচনের জন্য জনসংযোগ শুরু করেছি। বর্তমান এমপি প্রবীণ ত্যাগী নেতাদের উপেক্ষা করে তরুণ-কিশোরদের প্রাধান্য দিচ্ছেন। আওয়ামী লীগ নেতা নিক্সন হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের ভয়ভীতি দেখাচ্ছেন। বড় মনির ও ছোট মনিরের অপকর্মে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।’
তবে ছোট মনির বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালপুর ও ভূঞাপুরে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। চরাঞ্চলে বিদ্যুৎ দিয়েছি। করোনার মতো দুর্যোগেও মানুষের পাশে থেকেছি। এখন যাঁরা প্রার্থী হচ্ছেন, তাঁদের কখনোই জনগণের পাশে দেখিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে। জনগণও বিগত নির্বাচনের চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।’
বিএনপির মনোনয়নপ্রত্যাশী টুকুর বক্তব্য পাওয়া না গেলেও দলটির গোপালপুর উপজেলার সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পরই নির্বাচনের ভাবনা। আওয়ামী লীগ ছাড়া যেকোনো সরকারের অধীনে নির্বাচন হলে এই আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটে জয়ী হবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪