Ajker Patrika

মা ইলিশ ধরে ১৪ জেলে কারাগারে, জাল ধ্বংস

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৪: ২২
মা ইলিশ ধরে ১৪ জেলে কারাগারে, জাল ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সেই সঙ্গে তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়ে ফেলা হয়েছে। এ ছাড়া ৫৫ কেজি ইলিশ মাছ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

গোয়ালন্দ উপজেলার মৎস্য দপ্তর কার্যালয় জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দুপুরের আগ পর্যন্ত উপজেলার পদ্মা নদীর চরবেতকা, রাখালগাছি নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৯ জন জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ মাছ আটক করা হয়।

জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ও মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ছাড়া জেলেদের কাছ থেকে মাছ ধরার ৩টি নৌকা জব্দ করে ৩০ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়েছে।

এর আগে গত বুধবার দুপুরের পর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আরও ৫ জন জেলেকে আটক করে। তাঁদের কাছ থেকে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। পরে রাতেই জালগুলো পদ্মার চরে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

আর আটককৃত ৫ জেলের প্রত্যেককে ১৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জানান, গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত এবং গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালানো হয়। মা ইলিশ সংরক্ষণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গতকাল ৯ জেলেকে আটক, ৩০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল এবং ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। আগের দিন বুধবার ৫ জন জেলে আটকের সঙ্গে প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় জেলেদের নিষেধাজ্ঞার সময়কালীন ২৫ অক্টোবর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া জব্দকৃত জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত