Ajker Patrika

সড়কের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৪: ০১
সড়কের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সিলেট-সুনামগঞ্জের বলাউড়া বাজারের চানপুর পয়েন্টে সড়কের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণচেষ্টার অভিযোগপাওয়া গেছে।

এ ঘটনায় গতকাল রোববার সকালে সড়ক ও জনপথ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে মিনারা বেগম নামের একজন সচেতন নাগরিক লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, জালালাবাদ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কের চানপুর পয়েন্টে মনির উদ্দিন নামে জনৈক ব্যক্তি প্রায় দুই বছর ধরে টিনশেড দোকানঘর বানিয়ে ব্যবসা করে আসছেন। বর্তমানে তিনি আরও বড় পরিসরে দখলে নেমেছেন। সড়কের জায়গায় দোকানঘর তৈরির উদ্দেশ্যে পাকা পিলার নির্মাণ করছেন। চানপুর পয়েন্টে সড়কের জায়গার সঙ্গে একটি সরকারি খালও আছে। সেই খালের মাঝখান থেকে এই পিলার ওঠানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে মিনারা বেগম বলেন, ‘সড়কের সরকারি এই জায়গার পাশ দিয়ে আমার বাড়ির রাস্তা চলে গেছে। ভবিষ্যতে সড়কের জায়গা বেহাত হওয়ার পাশাপাশি আমার বাড়ির রাস্তাটিও বেদখল হওয়ার আশঙ্কা করছি। তাই ব্যবস্থা নিতে সড়ক বিভাগকে আমি অবগত করেছি।’

মনির উদ্দিন অভিযোগ স্বীকার করে বলেন, ‘জায়গা সড়কের। দোকান বানানোর জন্য পাকা পিলার নির্মাণ করেছিলাম। প্রতিবেশীরা আপত্তি করায় দোকান বানাব না।’

এ বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) উৎপল সামন্ত বলেন, ‘অভিযোগ পেয়েছি। পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য অফিস থেকে লোক পাঠাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত