Ajker Patrika

ষড়যন্ত্র করে সরকার উৎখাত করা যাবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ৪১
ষড়যন্ত্র করে সরকার উৎখাত করা যাবে না

ষড়যন্ত্র করে অনেকে সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছেন বলে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এটা সম্ভব নয়। কেননা বিএনপি নেতাদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। কারণ তাদের কথা ও কাজের কোনো মিল নেই।’

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তরের ৯৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা নাজনীন স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনো জনগণকে বন্দুকের নলের সামনে রেখে ভোটে জেতার পরিকল্পনা করে না। তা হলে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৫টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা বিজয়ী হতেন না। নির্বাচনের ক্ষেত্রে আমরা ছিলাম নিরপেক্ষ।’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘এ নিয়ে আমাদের কিছু বলা বা করার নেই। তবে অনশনের নামে রাস্তায় নেমে কেউ অরাজকতা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে তাঁর (খালেদা জিয়া) চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর ব্যাপারে আইনের ব্যাখ্যাও দিয়েছেন আইনমন্ত্রী। খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হয়ে উঠুন—এটা আমরাও চাই। তবে দেশের প্রচলিত আইনের বাইরে গিয়ে কিছু করার নেই।’

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপির দাবি, তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

এমন পরিস্থিতিতে তাঁর মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে আগামীকাল (শনিবার) রাজধানীসহ সারা দেশে গণঅনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত