Ajker Patrika

ফুলবাড়িয়া মুক্ত দিবসে নানা আয়োজন

ফুলবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৭: ০৭
Thumbnail image

ফুলবাড়িয়া মুক্ত দিবস আজ ৮ ডিসেম্বর। ১৯৭১ সালে এই দিনে ফুলবাড়িয়া পাকিস্তানি হানাদার মুক্ত হয়। দিবসটি উপলক্ষে বিজয়া শোভাযাত্রা ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে মুক্তিযোদ্ধা সংসদ।

জানা গেছে, উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে ৭২ ঘণ্টা যুদ্ধ হয়েছিল পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর। ওই দিন পাকিস্তানি সেনারা কৃষি কার্যালয়ের একটি ভবনের ছাদে মেশিনগান সেট করে বৃষ্টির মতো গুলি ছুড়ে মানুষ হত্যা করে। এ ছাড়া পাঁচটি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। নদীর সেতুর ওপর সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যার পর লাশ ফেলা হয় বানার নদী।

একাধিক বীর মুক্তিযোদ্ধা জানান, ফুলবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে সদরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত