Ajker Patrika

মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৫৬
মেয়ের মুখ দেখালেন প্রিয়াঙ্কা চোপড়া

মেয়েকে নিয়ে খুবই সাবধানী প্রিয়াঙ্কা চোপড়া। গত বছরের জানুয়ারিতে মেয়ে মালতীর জন্মের পর থেকে যখনই ছবি দিয়েছেন প্রিয়াঙ্কা, ঢেকে রেখেছিলেন মেয়ের মুখ। পাপারাজ্জিরা হাজার চেষ্টা করেও মালতীর চেহারা প্রকাশ্যে আনতে পারেনি। প্রিয়াঙ্কা আগেই জানিয়ে দিয়েছিলেন, মালতী একটু বড় হলে তবেই সবাইকে দেখাবেন তার মুখ। কথা রাখলেন প্রিয়াঙ্কা। মেয়েকে নিয়ে আর রাখঢাক নয়।

হলিউডের ‘ওয়াক অব ফেম’ স্বীকৃতি পেলেন প্রিয়াঙ্কার জীবনসঙ্গী সংগীততারকা নিক জোনাস। অনুষ্ঠানে উপস্থিত ছিল জোনাস পরিবার। মঞ্চে পুরস্কার নিচ্ছেন বাবা নিক আর দর্শক সারিতে মা প্রিয়াঙ্কার কোলে বসে ক্যামেরাবন্দী হলো মালতী। মিষ্টি ফুটফুটে মালতীর হাসিমুখের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোট্ট মালতীকে দেখামাত্র সবাই একবাক্যে স্বীকার করছেন, একেবারে বাবার মতো দেখতে হয়েছে মেয়ে।

২০২২ সালে সারোগেসির মাধ্যমেই জন্ম হয় প্রিয়াঙ্কা ও নিক জোনাসের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। প্রিয়াঙ্কা হঠাৎ সারোগেসির মাধ্যমে কেন মা হলেন, তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কিছুদিন আগে সারোগেসি নিয়ে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন, কোন পরিস্থিতিতে তিনি সারোগেসির সাহায্য নিতে বাধ্য হয়েছেন।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘সারোগেসির পর আমাকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে; কিন্তু সে সময় আমি নীরব থাকাটাই উচিত মনে করেছিলাম। আমার অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। আমি ভাগ্যবতী যে আমার ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার। যিনি এ প্রক্রিয়ায় আমাকে সাহায্য করেছেন তাঁর কাছে আমি কৃতজ্ঞ।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত