Ajker Patrika

সরকারি ত্রাণের আশায় অভুক্ত শত শত মানুষ

হাতিয়া (নোয়াখালী) ও ভোলা প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৯: ৫২
সরকারি ত্রাণের আশায় অভুক্ত শত শত মানুষ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার দুটি হলো হাতিয়া ও ভোলা দ্বীপ। দ্বীপ দুটিতে অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রান্নার ব্যবস্থা নেই। ঘরে নেই পর্যাপ্ত শুকনা খাবার। অথচ গত পাঁচ দিনেও সরকারি ত্রাণ-সাহায্য পৌঁছায়নি ভুক্তভোগীদের কাছে। এ কারণে শত শত মানুষকে অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে।

নোয়াখালী হাতিয়ার নিঝুম দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামের বাসিন্দা মো. কালাম (৫৫)। তিনি একজন জেলে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ভেসে যাওয়া ঘরের জিনিসপত্র খুঁজে আনছেন। সকালে কী খেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, এই গ্রামে ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তাঁর পরিবারও। কিন্তু গত কয়েক দিন কোনো ত্রাণসামগ্রী পাননি।

কালামের বাড়ির দক্ষিণ পাশে মর্জিনা বেগম নামের এক গৃহিণীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ঝড়ে তাঁর বসতঘরটি বিধ্বস্ত হওয়ায় ভিটার ওপর ৫ ছেলেমেয়েকে নিয়ে তাঁবু টাঙিয়ে রাত কাটাচ্ছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য এসে দেখে গেছেন। কোনো সাহায্য এখনো পাননি।

কালাম ও মর্জিনা বেগমের মতো নিঝুম দ্বীপে প্রতিটি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখন অর্ধাহার-অনাহারে দিন যাপন করছে। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। কিন্তু নিষেধাজ্ঞা থাকায় এখন সেই উপায়টুকুও নেই। এতে বেকার সময় কাটছে অনেকের।

নিঝুম দ্বীপ ইউপি ৯ নম্বর ওয়ার্ডের সদস্য চাঁন মিয়া বলেন, মুন্সি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের একটি তালিকা করেছেন। তাতে বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া পরিবার রয়েছে শতাধিক। কিন্তু সরকারিভাবে যে চাল আসবে, তা এই শতাধিক পরিবারকে দেওয়া যাবে না বলে আশঙ্কা করছেন তিনি।

এ ব্যাপারে নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যান দিনাজ উদ্দিন বলেন, ইউনিয়নের জন্য ৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী প্রতি পরিবারকে ১০ কেজি চাল দিতে হবে। তাতে ৬০০ পরিবার এই চাল পাবে। ক্ষয়ক্ষতি অনুযায়ী যা অনেক কম। বরাদ্দ দেওয়া চাল আগামী দু-এক দিনের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভোলায়ও একই অবস্থা। এই দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষেরা এখনো সরকারি কোনো সাহায্য পাননি। সহায়তা পাওয়ার আশায় সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়াচ্ছেন ঘরচাপায় নিহত মৃদুল হকের বড় ছেলে মো. মহসিন। তিনি গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়িয়েছেন সরকারি একটু সাহায্য-সহযোগিতার জন্য। গিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় ও সদর উপজেলা প্রশাসনের দপ্তরে। কিন্তু আশ্বাস মিললেও এখনো মেলেনি সরকারি সাহায্য-সহায়তা। 
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মহসিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড়ে ঘরচাপায় বাবা মারা যাওয়ার পর আমার চাচা রফিজল হক ও পার্শ্ববর্তী দিন ইসলাম ভাত খাওয়াচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ কোনো খোঁজ নেননি।’

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা হাওয়ায় ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে যুগীরঘোল এলাকায় গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে মো. শহিদুল ইসলামের ঘর। তিনি একজন চা দোকানি। তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়ে আমার ঘর ভেঙে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ খোঁজখবর নেননি।’

এ বিষয়ে জানতে চাইলে ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম বলেন, ‘আমি অসুস্থতার কারণে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরের মালিকদের খোঁজ নিতে পারিনি।’

ভোলা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন বলেন, ‘বিষয়টি নিয়ে ভোলা সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে ফোন করেছি। আশা করছি, আগামী রোববারের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত