Ajker Patrika

উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ১৭
উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড নোয়াখালীতে

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে শাহিদ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত যুবক কিশোর গ্যাংয়র নেতা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহিদ মধ্য জিরতলী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহিদসহ কয়েকজন যুবক জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। তা ছাড়া প্রতিদিন বিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টা করত। তাদের বাধা দিতে এলে লোকজনকে মারধর করা হতো। এসব ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবাদ করলে কয়েক দিন ধরে নারী শিক্ষকদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করে তারা।

জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আমরা বিদ্যালয় এলাকায় অভিযান চালাই। এ সময় বিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে অভিযুক্ত শাহিদকে আটক করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা ও উত্ত্যক্ত করার অপরাধে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘দণ্ডপ্রাপ্ত যুবক স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান বলে একাধিক সূত্রে জানা গেছে। এসব ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানেত পেরেছি। তাদেরও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত