রয়টার্স, লন্ডন
করোনাভাইরাসের নতুন ধরনটি পুঁজিবাজারের মতো বৈশ্বিক তেলের বাজারেও বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনকে ‘উদ্বেগজনক’ ঘোষণা দেওয়ার পরপরই বিভিন্ন দেশ ভ্রমণ-নিষেধাজ্ঞার পথে হাঁটার ঘোষণা দেয়। তার সঙ্গে সঙ্গেই বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের দরপতন ঘটে। এক ধাক্কায় জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫৮ টাকা) কমেছে। ২০২০ সালের এপ্রিলের পর এই প্রথম এক দিনে তেলের দাম এতটা পড়ল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শুক্রবার করোনার নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক ধরন’-এর তালিকাভুক্ত করে। তার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধরনভেদে ব্যারেলপ্রতি ৯ দশমিক ৫০ ডলার থেকে ১০ দশমিক ২৪ ডলার কমে ৭২ দশমিক ৭২ ডলার থেকে ৬৮ দশমিক ১৫ ডলার হয়েছে। অর্থাৎ অপরিশোধিত তেলের ধরনভেদে এক দিনে দরপতন ঘটেছে ১১ দশমিক ৬ শতাংশ থেকে ১৩ দশমিক ১ শতাংশ।
এ নিয়ে এক সপ্তাহে তেলের দাম ধরনভেদে কমল ৮ শতাংশ থেকে ১০ দশমিক ৪ শতাংশ।
জাপানের টোকিওভিত্তিক ব্যাংকিং হোল্ডিং কোম্পানি মিজোহুর ভবিষ্যৎ জ্বালানি বিভাগের পরিচালক বব ইয়াওগের বলেছেন, করোনার এই ধরনের কারণে তেলের বাজার এখন সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিদেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ওএএনডিএ-এর বাজার বিশ্লেষক ক্রেইগ আলরাম বলেন, ‘সবচেয়ে বড় ভয় হলো, করোনার নতুন ধরনটি টিকার সুরক্ষা ফাঁকি দিতে পারে বলে উদ্বেগ ছড়িয়েছে। তা সত্যি হলে, যেসব দেশ ব্যাপকভাবে টিকা দিয়ে তার সুফল পাওয়ার পথে রয়েছে, সেসব দেশ বড় ধরনের ধাক্কা খাবে।’ তাঁর মতে, এই উদ্বেগও তেলের বাজারে প্রভাব ফেলেছে।
সংশ্লিষ্ট সূত্র গত শুক্রবার জানায়, করোনার নতুন ধরনের কারণে তেলের বাজারে যে প্রভাব পড়েছে, তা পর্যবেক্ষণ করছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্র দেশগুলো। তেলের বাজার-সম্পর্কিত নীতি নির্ধারণে আগামী ২ ডিসেম্বর বৈঠকে বসার কথা রয়েছে এই জোটের। তবে তার আগেই বাজারে আরও বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে উদ্বেগে রয়েছে ওপেকের কয়েকটি সদস্যরাষ্ট্র।
বৈশ্বিক বাজারে তেলের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্যরাষ্ট্রগুলো বাজারে তেলের কৌশলগত সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয়। এরপর তেলের দাম খুব ধীরে কমতে শুরু করে। ওপেকের একটি সূত্র বলেছে, ওপেকের ২ ডিসেম্বরের বৈঠকে জানুয়ারি ও তার পরবর্তী সময়ে তেলের দৈনিক উৎপাদন বাড়িয়ে ৪ লাখ ব্যারেল পর্যন্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগেই করোনার নতুন ধরন ধাক্কা দিল।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারভিত্তিক অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেল-এর বিনিয়োগ পরিচালক রাস মৌল্ড ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেছেন, ‘তেলের বাজারে দরপতন বার্তা দিচ্ছে যে, করোনার নতুন ধরনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে আসার শঙ্কায় রয়েছে। অর্থাৎ বৈশ্বিক অর্থনীতি ছন্দপতনের আশঙ্কায় পড়েছে তেলের বাজার।’
করোনাভাইরাসের নতুন ধরনটি পুঁজিবাজারের মতো বৈশ্বিক তেলের বাজারেও বড় ধরনের ধাক্কা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ধরনকে ‘উদ্বেগজনক’ ঘোষণা দেওয়ার পরপরই বিভিন্ন দেশ ভ্রমণ-নিষেধাজ্ঞার পথে হাঁটার ঘোষণা দেয়। তার সঙ্গে সঙ্গেই বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে বড় ধরনের দরপতন ঘটে। এক ধাক্কায় জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫৮ টাকা) কমেছে। ২০২০ সালের এপ্রিলের পর এই প্রথম এক দিনে তেলের দাম এতটা পড়ল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শুক্রবার করোনার নতুন ধরনটিকে ‘উদ্বেগজনক ধরন’-এর তালিকাভুক্ত করে। তার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ধরনভেদে ব্যারেলপ্রতি ৯ দশমিক ৫০ ডলার থেকে ১০ দশমিক ২৪ ডলার কমে ৭২ দশমিক ৭২ ডলার থেকে ৬৮ দশমিক ১৫ ডলার হয়েছে। অর্থাৎ অপরিশোধিত তেলের ধরনভেদে এক দিনে দরপতন ঘটেছে ১১ দশমিক ৬ শতাংশ থেকে ১৩ দশমিক ১ শতাংশ।
এ নিয়ে এক সপ্তাহে তেলের দাম ধরনভেদে কমল ৮ শতাংশ থেকে ১০ দশমিক ৪ শতাংশ।
জাপানের টোকিওভিত্তিক ব্যাংকিং হোল্ডিং কোম্পানি মিজোহুর ভবিষ্যৎ জ্বালানি বিভাগের পরিচালক বব ইয়াওগের বলেছেন, করোনার এই ধরনের কারণে তেলের বাজার এখন সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিদেশি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ওএএনডিএ-এর বাজার বিশ্লেষক ক্রেইগ আলরাম বলেন, ‘সবচেয়ে বড় ভয় হলো, করোনার নতুন ধরনটি টিকার সুরক্ষা ফাঁকি দিতে পারে বলে উদ্বেগ ছড়িয়েছে। তা সত্যি হলে, যেসব দেশ ব্যাপকভাবে টিকা দিয়ে তার সুফল পাওয়ার পথে রয়েছে, সেসব দেশ বড় ধরনের ধাক্কা খাবে।’ তাঁর মতে, এই উদ্বেগও তেলের বাজারে প্রভাব ফেলেছে।
সংশ্লিষ্ট সূত্র গত শুক্রবার জানায়, করোনার নতুন ধরনের কারণে তেলের বাজারে যে প্রভাব পড়েছে, তা পর্যবেক্ষণ করছে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও এর মিত্র দেশগুলো। তেলের বাজার-সম্পর্কিত নীতি নির্ধারণে আগামী ২ ডিসেম্বর বৈঠকে বসার কথা রয়েছে এই জোটের। তবে তার আগেই বাজারে আরও বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে উদ্বেগে রয়েছে ওপেকের কয়েকটি সদস্যরাষ্ট্র।
বৈশ্বিক বাজারে তেলের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্যরাষ্ট্রগুলো বাজারে তেলের কৌশলগত সরবরাহ বৃদ্ধির ঘোষণা দেয়। এরপর তেলের দাম খুব ধীরে কমতে শুরু করে। ওপেকের একটি সূত্র বলেছে, ওপেকের ২ ডিসেম্বরের বৈঠকে জানুয়ারি ও তার পরবর্তী সময়ে তেলের দৈনিক উৎপাদন বাড়িয়ে ৪ লাখ ব্যারেল পর্যন্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগেই করোনার নতুন ধরন ধাক্কা দিল।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারভিত্তিক অনলাইন বিনিয়োগ প্ল্যাটফর্ম এজে বেল-এর বিনিয়োগ পরিচালক রাস মৌল্ড ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে বলেছেন, ‘তেলের বাজারে দরপতন বার্তা দিচ্ছে যে, করোনার নতুন ধরনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড কমে আসার শঙ্কায় রয়েছে। অর্থাৎ বৈশ্বিক অর্থনীতি ছন্দপতনের আশঙ্কায় পড়েছে তেলের বাজার।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪