বিনোদন প্রতিবেদক, ঢাকা
আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা। কালের বিবর্তনে ক্রমেই বিলুপ্তির পথে এই খেলা। হারিয়ে যাচ্ছে লাঠিয়ালদের গল্প। এবার লাঠিখেলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘পুলসিরাত’ নামের সিনেমাটি বানাবেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা।
পুলসিরাতের গল্পে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।পুলসিরাত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। অভিনয় করবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। আছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। পুলসিরাত প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
নতুন সিনেমায় যুক্ত হয়ে বুবলী বলেন, ‘কয়েক দিন আগে পুলসিরাতে চুক্তিবদ্ধ হয়েছি। ভালো গল্পের একটি সিনেমা। এই সিনেমার পরিচালকসহ পুরো টিম থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। বিষয়টি খুব দারুণ লেগেছে আমার কাছে। কারণ থিয়েটারের মানুষেরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সবকিছুর পরিকল্পনা অন্য রকম হয়। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। এখানে অনেক শক্তিমান অভিনয়শিল্পী অভিনয় করবেন। শিগগির এই সিনেমার প্রস্তুতি শুরু করব।’
বুবলী এখন ব্যস্ত আছেন জসীম উদ্দিন জাকিরের ‘মায়া’ সিনেমার শুটিংয়ে। গত মঙ্গলবার নেত্রকোনার সুসং দুর্গাপুরে সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মায়ায় বুবলীর সঙ্গে আছেন জিয়াউল রোশান। শাকিব খানের পর রোশানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন বুবলী। পুলসিরাত এ জুটির সপ্তম সিনেমা।
কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনার কেন্দ্রে বুবলী। তবে আলোচনা-সমালোচনাকে প্রাধান্য না দিয়ে কাজে মনোযোগী তিনি। অভিনয় দিয়েই দিতে চান সব সমালোচনার জবাব।
এ বিষয়ে বুবলী বলেন, ‘বরাবরই আমি প্রফেশনাল কাজে মনোযোগী থেকেছি। কাজের প্রতি এবং নিজের প্রতি সৎ থেকেছি। তাই কিছু মানুষের মিথ্যা, ভিত্তিহীন ও অশ্রাব্য বানোয়াট কথার জবাব না দিয়ে চুপচাপ থেকে ডেডিকেশন দিয়ে কাজ করে যাচ্ছি। কিছু ভালো সিনেমা আমার প্রিয় দর্শকদের উপহার দিয়েছি এবং সামনেও দিতে চাই। কারণ সময় ও সততা সবকিছুর জবাব দিয়ে দেয়।’
আমাদের লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা। কালের বিবর্তনে ক্রমেই বিলুপ্তির পথে এই খেলা। হারিয়ে যাচ্ছে লাঠিয়ালদের গল্প। এবার লাঠিখেলা নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ‘পুলসিরাত’ নামের সিনেমাটি বানাবেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা।
পুলসিরাতের গল্পে উঠে আসবে লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। জানা গেছে, আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হবে শুটিং।পুলসিরাত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনন জামান। অভিনয় করবেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। আছেন শবনম বুবলী, জিয়াউল রোশান, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ। পুলসিরাত প্রযোজনা করছেন মীর জাহিদ হাসান।
নতুন সিনেমায় যুক্ত হয়ে বুবলী বলেন, ‘কয়েক দিন আগে পুলসিরাতে চুক্তিবদ্ধ হয়েছি। ভালো গল্পের একটি সিনেমা। এই সিনেমার পরিচালকসহ পুরো টিম থিয়েটার ব্যাকগ্রাউন্ডের। বিষয়টি খুব দারুণ লেগেছে আমার কাছে। কারণ থিয়েটারের মানুষেরা যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সবকিছুর পরিকল্পনা অন্য রকম হয়। এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। এখানে অনেক শক্তিমান অভিনয়শিল্পী অভিনয় করবেন। শিগগির এই সিনেমার প্রস্তুতি শুরু করব।’
বুবলী এখন ব্যস্ত আছেন জসীম উদ্দিন জাকিরের ‘মায়া’ সিনেমার শুটিংয়ে। গত মঙ্গলবার নেত্রকোনার সুসং দুর্গাপুরে সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। মায়ায় বুবলীর সঙ্গে আছেন জিয়াউল রোশান। শাকিব খানের পর রোশানের সঙ্গে সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন বুবলী। পুলসিরাত এ জুটির সপ্তম সিনেমা।
কাজের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয় নিয়েও আলোচনার কেন্দ্রে বুবলী। তবে আলোচনা-সমালোচনাকে প্রাধান্য না দিয়ে কাজে মনোযোগী তিনি। অভিনয় দিয়েই দিতে চান সব সমালোচনার জবাব।
এ বিষয়ে বুবলী বলেন, ‘বরাবরই আমি প্রফেশনাল কাজে মনোযোগী থেকেছি। কাজের প্রতি এবং নিজের প্রতি সৎ থেকেছি। তাই কিছু মানুষের মিথ্যা, ভিত্তিহীন ও অশ্রাব্য বানোয়াট কথার জবাব না দিয়ে চুপচাপ থেকে ডেডিকেশন দিয়ে কাজ করে যাচ্ছি। কিছু ভালো সিনেমা আমার প্রিয় দর্শকদের উপহার দিয়েছি এবং সামনেও দিতে চাই। কারণ সময় ও সততা সবকিছুর জবাব দিয়ে দেয়।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪