Ajker Patrika

প্রবাসী কর্মীদের সন্তান পেল ভাতা ও বৃত্তি

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩২
প্রবাসী কর্মীদের সন্তান পেল ভাতা ও বৃত্তি

কুমিল্লার প্রবাসী কর্মীদের সন্তানদের মধ্যে ভাতা ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সভাকক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৩১ জন প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার ৩১টি চেক এবং ১৮ জন মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির ১৮টি চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শরীফুল আলম সিদ্দিকী।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানের সভাপতি দেবব্রত ঘোষ জানান, মাসিক এক হাজার টাকা করে প্রতিজনকে ১২ হাজার টাকার ভাতা দেওয়া হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ বছর এই ভাতা চালু করে। পাঁচ বছর ধরে প্রতিজন প্রতিবন্ধী সন্তান ৬০ হাজার টাকা পাবে। কুমিল্লা জেলায় ৫৮ জন এ ভাতা পাচ্ছে।

পিএসসিতে ১৬ জন শিক্ষার্থীকে ১৪ হাজার টাকা করে এবং এসএসসি ক্যাটাগরিতে দুজন শিক্ষার্থীকে ২৭ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

এলাকার খবর
Loading...