সম্পাদকীয়
পরবর্তীকালে ডাকসাইটে সাহিত্যিক হয়েছেন, অথচ লেখালেখির শুরুতে লেখা অমনোনীত হয়েছে, এ রকম সাহিত্যিকদের তালিকায় রয়েছেন হাসান আজিজুল হক। শুরুতে তিনি লিখতেন আজিজুল হক নামে। হাসান শব্দটি তখনো তাঁর নামের সঙ্গে যুক্ত হয়নি।
জন্মেছিলেন বর্তমান ভারতের বর্ধমানে। ১৯৫৪ সালে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনায়। ভর্তি হয়েছিলেন দৌলতপুর কলেজে। কলেজে পড়ার সময়ই সেনাবাহিনীর পিটুনি খেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন কলেজ ইউনিয়নের জিএস। সেনাবাহিনীর সঙ্গে মারপিট? অতএব আরও কয়েকজন ছাত্রের সঙ্গে দৌলতপুর কলেজ থেকে বহিষ্কৃত হলেন তিনি। খুলনা থেকে চলে এলেন রাজশাহীতে। সেখানেই চলল পড়াশোনা।
বিদেশি লেখকদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে খুব পছন্দ তাঁর। আলবের ক্যামুকেও বড় লেখক বলে মনে করতেন। সার্ত্রের ‘ওয়াল’ গল্পটি খুব নাড়া দিয়েছিল তাঁকে। কাফকা, চেখফ্, দস্তইয়েফ্স্কি খুব ভালো লাগে। আর ভালো লাগে তলস্তয়।
১৯৫৭ সালের দিকে কবিতা লিখলেন একটা। ভাবলেন, ভালোই হয়েছে। আজিজুল হক নামে সে কবিতাটি চলে গেল ‘নতুন সাহিত্য’ দপ্তরে। এরপর অপেক্ষা। অপেক্ষার অবসান হতে বেশি দেরি হলো না। কবিতার গায়ে কাঠপেনসিলে লিখে দেওয়া হয়েছে, ‘অমনোনীত’। হাসান আজিজুল হক পরে এ নিয়ে নিজেও অনেক রসিকতা করেছেন, ‘তাও যদি কলম দিয়ে লিখত! কাঠপেনসিল! বাপরে বাপ।’
১৯৬০ সালে সিকান্দার আবু জাফরের সমকাল পত্রিকায় ‘অতল’ নামে একটি গল্প পাঠালেন হাসান আজিজুল হক। সিকান্দার আবু জাফর ‘কিছু হয়নি’ বলে গল্পটি ফিরিয়ে দিয়েছিলেন।
খুব অভিমান হয়েছিল হাসান আজিজুল হকের। বাড়িতে এসে গল্পটা পুড়িয়ে ফেলেছিলেন।
সে বছরই সমকালে ছাপা হয়েছিল তাঁর আলোড়ন সৃষ্টিকারী গল্পটি। নাম—‘শকুন’। এর আগে তিনি যে গল্পগুলো লিখেছেন, তাতে তাঁর নাম ছিল আজিজুল হক। এই গল্পেই প্রথম ‘হাসান’ শব্দটি যোগ হয়।
সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ, কাছের মানুষ, পৃষ্ঠা ২০-২২
পরবর্তীকালে ডাকসাইটে সাহিত্যিক হয়েছেন, অথচ লেখালেখির শুরুতে লেখা অমনোনীত হয়েছে, এ রকম সাহিত্যিকদের তালিকায় রয়েছেন হাসান আজিজুল হক। শুরুতে তিনি লিখতেন আজিজুল হক নামে। হাসান শব্দটি তখনো তাঁর নামের সঙ্গে যুক্ত হয়নি।
জন্মেছিলেন বর্তমান ভারতের বর্ধমানে। ১৯৫৪ সালে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনায়। ভর্তি হয়েছিলেন দৌলতপুর কলেজে। কলেজে পড়ার সময়ই সেনাবাহিনীর পিটুনি খেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন কলেজ ইউনিয়নের জিএস। সেনাবাহিনীর সঙ্গে মারপিট? অতএব আরও কয়েকজন ছাত্রের সঙ্গে দৌলতপুর কলেজ থেকে বহিষ্কৃত হলেন তিনি। খুলনা থেকে চলে এলেন রাজশাহীতে। সেখানেই চলল পড়াশোনা।
বিদেশি লেখকদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে খুব পছন্দ তাঁর। আলবের ক্যামুকেও বড় লেখক বলে মনে করতেন। সার্ত্রের ‘ওয়াল’ গল্পটি খুব নাড়া দিয়েছিল তাঁকে। কাফকা, চেখফ্, দস্তইয়েফ্স্কি খুব ভালো লাগে। আর ভালো লাগে তলস্তয়।
১৯৫৭ সালের দিকে কবিতা লিখলেন একটা। ভাবলেন, ভালোই হয়েছে। আজিজুল হক নামে সে কবিতাটি চলে গেল ‘নতুন সাহিত্য’ দপ্তরে। এরপর অপেক্ষা। অপেক্ষার অবসান হতে বেশি দেরি হলো না। কবিতার গায়ে কাঠপেনসিলে লিখে দেওয়া হয়েছে, ‘অমনোনীত’। হাসান আজিজুল হক পরে এ নিয়ে নিজেও অনেক রসিকতা করেছেন, ‘তাও যদি কলম দিয়ে লিখত! কাঠপেনসিল! বাপরে বাপ।’
১৯৬০ সালে সিকান্দার আবু জাফরের সমকাল পত্রিকায় ‘অতল’ নামে একটি গল্প পাঠালেন হাসান আজিজুল হক। সিকান্দার আবু জাফর ‘কিছু হয়নি’ বলে গল্পটি ফিরিয়ে দিয়েছিলেন।
খুব অভিমান হয়েছিল হাসান আজিজুল হকের। বাড়িতে এসে গল্পটা পুড়িয়ে ফেলেছিলেন।
সে বছরই সমকালে ছাপা হয়েছিল তাঁর আলোড়ন সৃষ্টিকারী গল্পটি। নাম—‘শকুন’। এর আগে তিনি যে গল্পগুলো লিখেছেন, তাতে তাঁর নাম ছিল আজিজুল হক। এই গল্পেই প্রথম ‘হাসান’ শব্দটি যোগ হয়।
সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ, কাছের মানুষ, পৃষ্ঠা ২০-২২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫