Ajker Patrika

‘হাসান’ যোগে প্রথম লেখা

সম্পাদকীয়
‘হাসান’ যোগে প্রথম লেখা

পরবর্তীকালে ডাকসাইটে সাহিত্যিক হয়েছেন, অথচ লেখালেখির শুরুতে লেখা অমনোনীত হয়েছে, এ রকম সাহিত্যিকদের তালিকায় রয়েছেন হাসান আজিজুল হক। শুরুতে তিনি লিখতেন আজিজুল হক নামে। হাসান শব্দটি তখনো তাঁর নামের সঙ্গে যুক্ত হয়নি।

জন্মেছিলেন বর্তমান ভারতের বর্ধমানে। ১৯৫৪ সালে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের খুলনায়। ভর্তি হয়েছিলেন দৌলতপুর কলেজে। কলেজে পড়ার সময়ই সেনাবাহিনীর পিটুনি খেয়েছিলেন। সে সময় তিনি ছিলেন কলেজ ইউনিয়নের জিএস। সেনাবাহিনীর সঙ্গে মারপিট? অতএব আরও কয়েকজন ছাত্রের সঙ্গে দৌলতপুর কলেজ থেকে বহিষ্কৃত হলেন তিনি। খুলনা থেকে চলে এলেন রাজশাহীতে। সেখানেই চলল পড়াশোনা।

বিদেশি লেখকদের মধ্যে আর্নেস্ট হেমিংওয়ে খুব পছন্দ তাঁর। আলবের ক্যামুকেও বড় লেখক বলে মনে করতেন। সার্ত্রের ‘ওয়াল’ গল্পটি খুব নাড়া দিয়েছিল তাঁকে। কাফকা, চেখফ্, দস্তইয়েফ্স্কি খুব ভালো লাগে। আর ভালো লাগে তলস্তয়।

১৯৫৭ সালের দিকে কবিতা লিখলেন একটা। ভাবলেন, ভালোই হয়েছে। আজিজুল হক নামে সে কবিতাটি চলে গেল ‘নতুন সাহিত্য’ দপ্তরে। এরপর অপেক্ষা। অপেক্ষার অবসান হতে বেশি দেরি হলো না। কবিতার গায়ে কাঠপেনসিলে লিখে দেওয়া হয়েছে, ‘অমনোনীত’। হাসান আজিজুল হক পরে এ নিয়ে নিজেও অনেক রসিকতা করেছেন, ‘তাও যদি কলম দিয়ে লিখত! কাঠপেনসিল! বাপরে বাপ।’

 ১৯৬০ সালে সিকান্দার আবু জাফরের সমকাল পত্রিকায় ‘অতল’ নামে একটি গল্প পাঠালেন হাসান আজিজুল হক। সিকান্দার আবু জাফর ‘কিছু হয়নি’ বলে গল্পটি ফিরিয়ে দিয়েছিলেন।

খুব অভিমান হয়েছিল হাসান আজিজুল হকের। বাড়িতে এসে গল্পটা পুড়িয়ে ফেলেছিলেন।

সে বছরই সমকালে ছাপা হয়েছিল তাঁর আলোড়ন সৃষ্টিকারী গল্পটি। নাম—‘শকুন’। এর আগে তিনি যে গল্পগুলো লিখেছেন, তাতে তাঁর নাম ছিল আজিজুল হক। এই গল্পেই প্রথম ‘হাসান’ শব্দটি যোগ হয়।

সূত্র: ইকবাল হাসান, দূরের মানুষ, কাছের মানুষ, পৃষ্ঠা ২০-২২ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত