Ajker Patrika

ব্রণ হলে প্রতিদিন বরফথেরাপি করুন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০: ০০
ব্রণ হলে প্রতিদিন বরফথেরাপি করুন

প্রশ্ন: আমার বয়স ৩৪ বছর। ত্বক মিশ্র। দুই বছর ধরে মুখে ব্রণের সমস্যা। কয়েক মাস ঠিক থাকার পর আবার হয়। ব্যথা হয় ব্রণে। দাগ আছে অল্প। তিনজন চিকিৎসককে দেখিয়েছি। খুব একটা ভালো ফল পাইনি। আমার কোনো পিরিয়ডজনিত সমস্যা নেই। হজমেও সমস্যা নেই। ঘুমে কিছুটা সমস্যা আছে। ব্রণ দূর করতে আপনার পরামর্শ চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

ব্রণের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ খেতে হবে। সেই সঙ্গে দক্ষ হাতে ফেসিয়াল ট্রিটমেন্ট নেওয়াও জরুরি। নাহলে ব্রণ সারানো যায় না। আপাতত প্রতিদিন বরফথেরাপি করুন। এতে ত্বকের তাপমাত্রা কমে আসবে। কিছুটা উপকার পাবেন।

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। পড়াশোনার পাশাপাশি চাকরি করছি। ইদানীং খুব চুল পড়ে। তা ছাড়া চুল পেকে যাচ্ছে? কী কারণে এমন হতে পারে? কী করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারি?

শারমিন কচিআবির আহ্সান, ঢাকা

আপনি চুলে মাসে দুইবার প্রোটিন ট্রিটমেন্ট করান। সেই সঙ্গে ভিটামিন ই ও সি এক বেলা করে খান তিন মাস। দেখবেন অনেকখানি ঠিক হয়ে গেছে আপনার সমস্যা।

ত্রিশে পা দিয়েছি। চোখের নিচে ও পাশে বলিরেখা পড়েছে। চোখ খুব ক্লান্ত দেখায়। এ সময়ে বলিরেখা পড়ার কথা নয় সাধারণত। দূর করার জন্য নির্ভরযোগ্য ঘরোয়া উপায়গুলো কী হতে পারে?

মিলি রহমান, মাদারীপুর

প্রশ্ন: ৩০ বছরে বলিরেখা পড়ার কথা নয়, এটা ঠিক। অনেক সময় চোখের নিচের ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে বলিরেখার মতো দেখা যায়। কিন্তু সেটা বলিরেখা নয়। রাতে ঘুমানোর আগে আধা চা-চামচ অলিভ অয়েলের সঙ্গে আধা চামচ গোলাপজল কিংবা ডিস্টিল ওয়াটার মিশিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন। দেখবেন খুব অল্প সময়ে এটা মিলিয়ে গেছে।

পরামর্শ দিয়েছেন, শারমিন কচি রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত