Ajker Patrika

মানিকছড়ি বিএনপির কমিটি নিয়ে বিভক্তি

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫: ৩১
Thumbnail image

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয় ২০১৬ সালে। তবে সেই কমটি দীর্ঘ দিনেও দলকে ঐক্যবদ্ধ করে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি বলে অভিযোগ উঠে। এ ছাড়া দলে বিভাজন ও মতবিরোধ বাড়ায় ২০ জানুয়ারি কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপি।

কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনামকে আহ্বায়ক করা হয়। এ ছাড়া তাঁর অনুসারীদের ৫১ সদস্যের কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।

এ কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কমিটিতে বিলুপ্ত কমিটির সভাপতি এম এ করিম ও সিনিয়র সদস্যদের না রাখায় নেতা-কর্মীদের একাংশ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছে। তাঁরা ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করার পাশাপাশি আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তবে ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করে দল পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন আহ্বায়ক মো. এনামুল হক এনাম।

গতকাল রোববার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক এনাম ও কমিটির যুগ্ম আহ্বায়কেরা মানিকছড়ি প্রেসক্লাবে চা চক্রে মিলিত হন। এ সময় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা প্রেসক্লাবের সহসভাপতি মো. শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানকে শুভেচ্ছা জানান।

পরে বিএনপি নেতা মো. এনামুল হক এনাম বলেন, ‘জেলা বিএনপির অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। দলের ত্যাগী ও নির্যাতিত নেতা–কর্মীসহ সিনিয়র এবং জুনিয়রদের গঠনমূলক পরামর্শ নিয়ে আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

গত শনিবার রাতে বিলুপ্ত কমিটির সভাপতি এম এ করিমের নেতৃত্ব জরুরি বৈঠকে বসেন সংক্ষুব্ধরা। বৈঠক শেষে এম এ করিম সাংবাদিকদের বলেন, ‘তৃণমূলের কারও সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই গোপনে আহ্বায়ক কমিটি গঠন করে দলের গঠনতন্ত্র উপেক্ষা করায় নেতা–কর্মীরা সংক্ষুব্ধ হয়ে উঠেছে। সোমবার (আজ) সকালে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় অফিসে সংবাদ সম্মেলন করে পরবর্তী প্রতিক্রিয়া জানানো হবে। তবে আমরা এই কমিটি প্রত্যাখ্যান ও আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

ঘোষিত কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সালের আগে উপজেলায় বিএনপির শক্ত অবস্থান ছিল। পরে বিএনপি ক্ষমতায় আসলে সরকারের সুযোগ-সুবিধা নিয়ে দলে সৃষ্ট মতবিরোধে মতানৈক্য বাড়তে থাকে। যা এখনো চলমান। এই ২১ বছরে দলের দুজন সভাপতি রদবদল হলেও সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনাম বহাল থেকে বর্তমানে আহ্বায়ক পদে রয়েছেন।

গত ২০ জানুয়ারি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এম এন আবছার স্বাক্ষরিত পত্রে দেখা গেছে, বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এনামকে আহ্বায়ক ও আবুল কাশেম মাস্টার, এনামুল হক, আবুল কাশেম, আবদুল আওয়াল, মাস্টার নূরুজ্জামান ও মাওলানা ওয়ালী উল্ল্যাহকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত