Ajker Patrika

শতভাগ টিকা নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০০
শতভাগ টিকা নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় করোনা টিকার প্রথম ডোজ শতভাগ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। দিনমজুর, গাড়িচালক, হোটেল কর্মচারী ও ভাসমান মানুষদের টিকার প্রথম ডোজের আওতায় আনতে গতকাল বুধবার দুপুরে উপজেলার পৌর সদর বাজারে অস্থায়ী বুথ বসিয়ে গণটিকা কার্যক্রম শুরু করা হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

গতকাল বিকেল ৪টার দিকে পৌর সদরের অস্থায়ী টিকাদান বুথে দেখা যায় টিকা নিতে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষের দীর্ঘ সারি। এ সারিতে রয়েছেন পথচারী, হোটেল কর্মচারী, দিনমজুর, রিকশা ও যানবাহনচালক এবং ভাসমান মানুষ। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ ও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নিতে পারায় উৎফুল্ল ছিলেন তাঁরা।

নিবন্ধন ছাড়াই করোনার টিকার প্রথম ডোজ নিতে পেরে আত্মতৃপ্তির হাসি ফুটে উঠেছে পৌর সদরের হোটেল কর্মচারী সাদ্দাম হোসেন, পরিবহনশ্রমিক আরফাতুল ইসলাম, পথচারী মফিজুল ইসলাম ও ঝরনা খাতুনের মুখে। তাঁরা এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, করোনার টিকা নেওয়ার প্রবল আগ্রহ ছিল। তবে জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের জটিলতার কারণে তাঁরা টিকা নিতে পারেননি। কিন্তু এসব ছাড়া শুধু নাম ও মোবাইল নম্বর দিয়ে অস্থায়ী এ বুথ থেকে করোনার টিকা নিয়েছেন। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে খুশি তাঁরা।

পৌর সদর বাজারে বসানো অস্থায়ী বুথে গণটিকা দিচ্ছিলেন উপজেলা স্বাস্থ্য সহকারী সুরেশ চন্দ্র দাস। তিনি জানান, এখানে টিকা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ এসেছেন। নিবন্ধনের জন্য কোনো কাগজপত্র ছাড়া শুধু নাম ও মোবাইল নম্বর রেখে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন জানান, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধনসহ নানা জটিলতার কারণে বঞ্চিত হয়েছেন দিনমজুর, যানবাহনচালক, হোটেল কর্মচারীসহ ভাসমান মানুষ। তাঁদের টিকার আওতায় আনার পাশাপাশি উপজেলাজুড়ে টিকার প্রথম ডোজ শতভাগ নিশ্চিতে হাটবাজার ঘুরে গণটিকা কার্যক্রম চালানো হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন আরও জানান, প্রথম দিনেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সাড়া পেয়েছেন। গতকাল থেকে শুরু করা এ কার্যক্রমে তিন শতাধিক মানুষকে দেওয়া হয়েছে প্রথম ডোজের টিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত