Ajker Patrika

ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ট্রাক, আহত ২

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৪: ২৭
ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে ট্রাক, আহত ২

ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলের ভেতর ঢুকে পড়েছে। ট্রাকের ধাক্কায় হোটেলের একটি দেয়াল ধসে যাওয়াসহ ভেতরের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে ট্রাকের চালক তাঁর সহযোগী গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়ির চাল বোঝাই একটি ট্রাক ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছা যাচ্ছিল। ট্রাকটি রাত সাড়ে তিনটার দিকে বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণহীন ট্রাকটি বাসস্ট্যান্ডের পশ্চিমাংশে অবস্থিত হোটেল তাজমহলের দক্ষিণ দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। চালক আল আমিন (২৯) ও তাঁর সহযোগী মিনহাজ (২১) ট্রাকের ভেতর আটক পড়েন।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল হক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় চালক ও তাঁর সহযোগীকে ট্রাকের বডি কেটে উদ্ধার করা হয়। তাঁদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হোটেল তাজমহলের মালিক ইমরান হোসেন বলেন, দেয়াল ভেঙে ট্রাকের প্রায় বেশির ভাগ হোটেলের ভেতর ঢুকে গেছে। এতে হোটেলের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশন ও বিভিন্ন ফার্নিচারের ক্ষতি হয়েছে। হোটেলের ছাদেও ফাটল ধরেছে। এ ছাড়া ট্রাকের আঘাতে হোটেলের পাশে থাকা ফলের দোকান, চায়ের দোকান ও মোবাইল রিচার্জের দোকানের ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত