Ajker Patrika

গুগলে খুঁজে বিজয়কে চিনতে পারলেন ক্যাটরিনা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ২১
গুগলে খুঁজে বিজয়কে চিনতে পারলেন ক্যাটরিনা

বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফ দুজন দুই ভিন্ন পরিবেশ থেকে উঠে আসা অভিনয়শিল্পী। ফ্যাশন মডেলিংয়ে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে লন্ডন থেকে মুম্বাইয়ে এসেছিলেন ক্যাটরিনা। এরপর মডেলিং থেকে অভিনয়ে পা দিয়ে একাধিক ব্যর্থতার বাধা টপকে ক্যাটরিনা এখন বলিউডের বাণিজ্যিক সিনেমার প্রথম সারির অভিনেত্রী। 

অন্যদিকে বিজয় সেতুপতি উঠে এসেছেন একেবারে শূন্য থেকে। কখনো সুপারশপের সেলসম্যান, রেস্টুরেন্টের ক্যাশিয়ার, ফোনবুথের অপারেটর—জীবনধারণের জন্য নানা কাজই করতে হয়েছে তাঁকে। ছোট ছোট চরিত্র দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেছিলেন, এখন শুধু তামিল ইন্ডাস্ট্রি নয়, ভারতজুড়ে তাঁর ব্যাপক জনপ্রিয়তা। একটি বিষয়ে বিজয় ও ক্যাটরিনার মিল রয়েছে—দুজনই ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন এ বছর।

এই বিপরীত ধারার দুই অভিনয়শিল্পীকে এক করেছেন নির্মাতা শ্রীরাম রাঘবন। তাঁর ‘মেরি ক্রিসমাস’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বিজয় ও ক্যাটরিনা। ১২ জানুয়ারি মুক্তি পাবে মেরি ক্রিসমাস। এরই মধ্যে প্রকাশিত টিজার, ট্রেলার আর গান দেখে দর্শকের আগ্রহ এখন আকাশচুম্বী। একে তো ভিন্ন ধরনের গল্প, সঙ্গে বিজয়-ক্যাটরিনার উপস্থিতি। অনেকেই এই নতুন জুটিকে ‘অন্য রকম’ বললেও ক্যাটরিনা তেমনটা ভাবছেন না। তাঁর মতে, ‘আমার কাছে মনে হচ্ছে, দুই অভিনয়শিল্পী একটি অন্য রকম গল্পের প্রয়োজনে একত্র হয়েছেন।’

‘মেরি ক্রিসমাস’  সিনেমায় ক্যাটরিনা ও বিজয়  ছবি: ইনস্টাগ্রামসম্প্রতি মেরি ক্রিসমাসের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাটরিনা জানালেন, যখন বলা হয় এ সিনেমায় তাঁর সঙ্গে বিজয় অভিনয় করবেন, তখন বিজয়কে চিনতে পারেননি ক্যাটরিনা। সঙ্গে সঙ্গে তাঁর নাম লিখে গুগলে সার্চ করেন। গুগলে দেখে চিনতে পারলেন বিজয়কে। চেনার কারণ ‘৯৬’ নামের সিনেমা। 

ক্যাটরিনা বলেন, ‘বিজয়কে আমি প্রথম দেখেছিলাম ৯৬ সিনেমায়। সেটা বেশ কয়েক বছর আগের কথা। সিনেমাটি আমার খুবই ভালো লেগেছিল। বিশেষ করে বিজয় ও তৃষার দৃশ্যগুলো এখনো আমার মনে গেঁথে আছে। অনেক বছর হয়ে গেছে, তাই এ সিনেমায় বিজয়ের অভিনয়ের কথা শুনে সঙ্গে সঙ্গে গুগল করি। দেখতে পাই, তিনি এখন সাদা চুল-দাড়ির এক লোক।’ ক্যাটরিনা জানিয়েছেন, বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে খুবই খুশি হয়েছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত