নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বৃষ্টির অভাবে ডোবা-নালায় পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতো চাষিদের। তবে উপজেলার যুগলি খালসহ বেশ কয়েকটি খালে পানি থাকায় ওই এলাকার কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়নি। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচসুবিধার আওতায় এসেছে ওই এলাকার দুই হাজার হেক্টর ফসলি জমি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল পুনঃখননের ফলে এসব সুবিধা পাচ্ছেন ওই এলাকার কৃষকেরা।
নাটোর জোন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গার হলুদঘর স্লুইসগেট থেকে মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার যুগলি খাল পুনঃখনন করা হয়েছে। একই সঙ্গে ৫৮ লাখ টাকা ব্যয়ে সেনভাগ প্রাথমিক বিদ্যালয় থেকে সেনভাগ বিল পর্যন্ত দুই কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন এই খালগুলো খনন না করায় ভরাট হয়ে ছিল। ফলে জলাবদ্ধতায় রবিশস্য উৎপাদন ব্যাহত হতো। এ সংকট নিরসনে খালগুলো পুনঃখননের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই খালগুলো পুনঃখননের ফলে শত শত হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এ ছাড়া ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচের আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি।
বামন গ্রামের কৃষক মোবারক আলী বলেন, বন্যার পানিতে খালগুলো ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছিল। আর মরা খালগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধ হতো ফসলি জমি। এতে সময়মতো রবিশস্য চাষ করা যেত না। এখন যুগলি খাল পুনঃখনন করায় এ সমস্যা থাকবে না।
বেলঘরিয়া শিবপুর গ্রামের কৃষক মামুন আলী বলেন, ‘এবার বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ছোট ছোট ডোবা-নালাতেও পানি ছিল না। এতে পাট জাগ দেওয়া নিয়ে বিপদে পড়েছিলাম। কিন্তু এই খাল খনন হওয়ায় সেখানে পাট জাগ দিয়ে আঁশ ছাড়ানোর কাজ সহজে করা যাচ্ছে। এই খাল খনন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর জোনের সহকারী প্রকৌশলী মুহাম্মাদ আহসানুল করিম বলেন, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের
নাটোর জোন গত অর্থবছরে উপজেলার হলুদঘর থেকে মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার ও সেনভাগে আড়াই কিলোমিটার দখল ও ভরাট হওয়া খাল উদ্ধারে পুনঃখনন করা হয়েছে।
মুহাম্মাদ আহসানুল করিম আরও বলেন, খালগুলো খনন হওয়ায় দুই হাজার হেক্টর জমি সেচের আওতায় এসেছে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া এই মৌসুমে চাষিরা তাঁদের উৎপাদিত পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছিলেন। কিন্তু এসব খাল পুনঃখনন হওয়ায় পাট জাগ দিতে সুফল পেয়েছেন তাঁরা।
নাটোরের নলডাঙ্গায় বৃষ্টির অভাবে ডোবা-নালায় পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতো চাষিদের। তবে উপজেলার যুগলি খালসহ বেশ কয়েকটি খালে পানি থাকায় ওই এলাকার কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়নি। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচসুবিধার আওতায় এসেছে ওই এলাকার দুই হাজার হেক্টর ফসলি জমি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল পুনঃখননের ফলে এসব সুবিধা পাচ্ছেন ওই এলাকার কৃষকেরা।
নাটোর জোন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গার হলুদঘর স্লুইসগেট থেকে মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার যুগলি খাল পুনঃখনন করা হয়েছে। একই সঙ্গে ৫৮ লাখ টাকা ব্যয়ে সেনভাগ প্রাথমিক বিদ্যালয় থেকে সেনভাগ বিল পর্যন্ত দুই কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হয়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন এই খালগুলো খনন না করায় ভরাট হয়ে ছিল। ফলে জলাবদ্ধতায় রবিশস্য উৎপাদন ব্যাহত হতো। এ সংকট নিরসনে খালগুলো পুনঃখননের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই খালগুলো পুনঃখননের ফলে শত শত হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এ ছাড়া ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচের আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি।
বামন গ্রামের কৃষক মোবারক আলী বলেন, বন্যার পানিতে খালগুলো ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছিল। আর মরা খালগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধ হতো ফসলি জমি। এতে সময়মতো রবিশস্য চাষ করা যেত না। এখন যুগলি খাল পুনঃখনন করায় এ সমস্যা থাকবে না।
বেলঘরিয়া শিবপুর গ্রামের কৃষক মামুন আলী বলেন, ‘এবার বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ছোট ছোট ডোবা-নালাতেও পানি ছিল না। এতে পাট জাগ দেওয়া নিয়ে বিপদে পড়েছিলাম। কিন্তু এই খাল খনন হওয়ায় সেখানে পাট জাগ দিয়ে আঁশ ছাড়ানোর কাজ সহজে করা যাচ্ছে। এই খাল খনন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর জোনের সহকারী প্রকৌশলী মুহাম্মাদ আহসানুল করিম বলেন, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের
নাটোর জোন গত অর্থবছরে উপজেলার হলুদঘর থেকে মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার ও সেনভাগে আড়াই কিলোমিটার দখল ও ভরাট হওয়া খাল উদ্ধারে পুনঃখনন করা হয়েছে।
মুহাম্মাদ আহসানুল করিম আরও বলেন, খালগুলো খনন হওয়ায় দুই হাজার হেক্টর জমি সেচের আওতায় এসেছে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া এই মৌসুমে চাষিরা তাঁদের উৎপাদিত পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছিলেন। কিন্তু এসব খাল পুনঃখনন হওয়ায় পাট জাগ দিতে সুফল পেয়েছেন তাঁরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪