Ajker Patrika

খাল পুনঃখননে সুবিধা চাষির, সেচ নিয়েও স্বস্তি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৫: ৩১
খাল পুনঃখননে সুবিধা চাষির, সেচ নিয়েও স্বস্তি

নাটোরের নলডাঙ্গায় বৃষ্টির অভাবে ডোবা-নালায় পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতো চাষিদের। তবে উপজেলার যুগলি খালসহ বেশ কয়েকটি খালে পানি থাকায় ওই এলাকার কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়নি। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সেচসুবিধার আওতায় এসেছে ওই এলাকার দুই হাজার হেক্টর ফসলি জমি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল পুনঃখননের ফলে এসব সুবিধা পাচ্ছেন ওই এলাকার কৃষকেরা।

নাটোর জোন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গার হলুদঘর স্লুইসগেট থেকে মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার যুগলি খাল পুনঃখনন করা হয়েছে। একই সঙ্গে ৫৮ লাখ টাকা ব্যয়ে সেনভাগ প্রাথমিক বিদ্যালয় থেকে সেনভাগ বিল পর্যন্ত দুই কিলোমিটার ভরাট হওয়া খাল পুনঃখনন করা হয়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন এই খালগুলো খনন না করায় ভরাট হয়ে ছিল। ফলে জলাবদ্ধতায় রবিশস্য উৎপাদন ব্যাহত হতো। এ সংকট নিরসনে খালগুলো পুনঃখননের উদ্যোগ নেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই খালগুলো পুনঃখননের ফলে শত শত হেক্টর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এ ছাড়া ভূ-উপরিস্থ পানি ব্যবহার করে সেচের আওতায় আসবে দুই হাজার হেক্টর জমি।

বামন গ্রামের কৃষক মোবারক আলী বলেন, বন্যার পানিতে খালগুলো ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছিল। আর মরা খালগুলোতে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলাবদ্ধ হতো ফসলি জমি। এতে সময়মতো রবিশস্য চাষ করা যেত না। এখন যুগলি খাল পুনঃখনন করায় এ সমস্যা থাকবে না।

বেলঘরিয়া শিবপুর গ্রামের কৃষক মামুন আলী বলেন, ‘এবার বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ছোট ছোট ডোবা-নালাতেও পানি ছিল না। এতে পাট জাগ দেওয়া নিয়ে বিপদে পড়েছিলাম। কিন্তু এই খাল খনন হওয়ায় সেখানে পাট জাগ দিয়ে আঁশ ছাড়ানোর কাজ সহজে করা যাচ্ছে। এই খাল খনন আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ নাটোর জোনের সহকারী প্রকৌশলী মুহাম্মাদ আহসানুল করিম বলেন, কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের 
নাটোর জোন গত অর্থবছরে উপজেলার হলুদঘর থেকে মির্জাপুর পর্যন্ত ১০ কিলোমিটার ও সেনভাগে আড়াই কিলোমিটার দখল ও ভরাট হওয়া খাল উদ্ধারে পুনঃখনন করা হয়েছে।

মুহাম্মাদ আহসানুল করিম আরও বলেন, খালগুলো খনন হওয়ায় দুই হাজার হেক্টর জমি সেচের আওতায় এসেছে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া এই মৌসুমে চাষিরা তাঁদের উৎপাদিত পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছিলেন। কিন্তু এসব খাল পুনঃখনন হওয়ায় পাট জাগ দিতে সুফল পেয়েছেন তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত