Ajker Patrika

এবার ফখরুলের হাসি বরইয়ে

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ
আপডেট : ০১ মার্চ ২০২২, ১০: ৫৫
এবার ফখরুলের হাসি বরইয়ে

অবসর নেওয়ার পর বসে না থেকে ফলের বাগান ও মাছের ঘের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাবুগঞ্জ উপজেলার মো. ফখরুল আলম। এবার তিনি সফল হয়েছেন ‘বল সুন্দরী কুল’ চাষ করে। তাঁর বাগান দেখে এ ধরনের কুল চাষে আগ্রহী হয়ে উঠছেন বাবুগঞ্জের আরও কৃষক ও যুবকেরা।

২০০০ সালে তিনি ১৩ একর জমিতে মাছের ঘের ও ফলের বাগান তৈরি করেন। পরে রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামে ৮০ শতাংশ জমিতে গত বৈশাখ মাসে উন্নত জাতের বল সুন্দরী কুল রোপণ করেন তিনি। এখন তাঁর বাগানে ভালো ফলন হয়েছে। ইতিমধ্যেই তিনি বিক্রি শুরু করেছেন।

জানা গেছে, ফখরুল আলম খান বাবুগঞ্জ উপজেলা হর্টি কালচার সেন্টার থেকে ৩০০ বল সুন্দরীর চারা এনে রোপণ করেন। অক্লান্ত পরিশ্রম ও পরিচর্যায় ছয় মাসেই ফলন আসতে শুরু করে। সব কটি গাছেই থোকায় থোকায় কুল ধরেছে।

ফখরুল আলম খান বলেন, ‘আমার সফলতা দেখে এলাকার অনেক কৃষকই বরই চাষে আগ্রহী হচ্ছেন। এ ছাড়া আমার বাগানে ৫০০ পেয়ারা ও ২০০ লেবু গাছ আছে।’

ফখরুল আলম খান আরও বলেন, ‘আমি অবসর নেওয়ার পর থেকে শখের বসে কৃষি কাজে সময় দিচ্ছি। এতে আমার শরীর ও মন ভালো থাকে। এর মধ্যে আমি আনন্দ খুঁজে পাই। আমার আমের বাগানেও ভালো ফলন হয়েছিল।’

উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, ‘দক্ষিণাঞ্চলে এই বরই চাষে মানুষের আগ্রহ বেড়েছে। তরুণেরা চাকরির জন্য বসে না থেকে বরই চাষে অনুপ্রাণিত হলে স্বাবলম্বী হতে পারবেন। বরই চাষে আগ্রহীদের সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত